ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

গোলশূন্য সেনেগাল-নেদারল্যান্ডস প্রথমার্ধ

প্রকাশনার সময়: ২১ নভেম্বর ২০২২, ২২:৫০

গোলশূন্যই শেষ হল সেনেগাল-নেদারল্যান্ডস প্রথমার্ধ।

এরআগে সোমবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০ টায়কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচেআফ্রিকান লায়ন সেনেগালের মুখোমুখি হয় উরোপের অন্যতম শক্তিশালী দল নেদারল্যান্ডস। কাতারের দোহায় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

এই প্রথম সেনেগাল-নেদারল্যান্ডস মুখোমুখি। প্রথম সেনেগাল ও নেদারল্যান্ডস একসঙ্গে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। সেনেগাল এর আগে যে দুটি বিশ্বকাপে খেলেছিল, সেই দুইবার বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল ডাচরা।

তবে বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে সেনেগাল। দলের সেরা তারকা সাদিও মানে গেছেন ছিটকে। দলের শেষ ১৪ গোলের নয়টিই এসেছিল তার কাছ থেকে। তাকে ছাড়া ডাচদের সঙ্গে কতোটা লড়াই করতে পারবে আফ্রিকান দলটি, এখন দেখায় বিষয় সেটাই।

সাদিও মানের অবর্তমানে চেলসি তারকা কালিদু কৌলিবালির উপরই নজর থাকবে সবার। অলরাউন্ড ডিফেন্ডারদের মধ্যে দারুণ খ্যাতি রয়েছে তার।

সেনেগাল একাদশ: ফরমেশন (৪-৩-৩)

এডুয়ার্ডো মেন্ডি, পাপে আবু সিসে, কালিদু কৌলিবালি, আবদু দিয়ালো, ইউসুফ সাবালি, নাম্পালিস মেন্ডি, ইদ্রিসা গুইয়ে, চেইখৌ কৌইয়াতে, বৌলায়ে দিয়া, ক্রেপিন দিয়াত্তা, ইসমাইলা সার।

কোচ: আলিউ সিসে।

নেদারল্যান্ডস: ফরমেশন (৫-৩-২)

আনেদ্রস নোপার্ট, ভিরগিল ফন ডাইক, নাথান একে, ম্যাথিস ডি লাইট, ড্যালি ব্লিন্ড, ডেনজেল ডামফ্রিয়েস, কোডি গাকপো, স্টিভেন ভার্গুইস, ফ্রেঙ্কি ডি ইয়ং, স্টিভেন বার্গুইন, ভিনসেন্ট ইয়ানসেন।

কোচ: লুইস ফন গাল

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ