ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

প্রথমার্ধেই ইরানের জালে ইংল্যান্ডের ৩ গোল

প্রকাশনার সময়: ২১ নভেম্বর ২০২২, ১৯:৩৪ | আপডেট: ২১ নভেম্বর ২০২২, ১৯:৫৮

ইরানের জালে প্রথমার্ধেই তিন গোল দিয়েছে ইংল্যান্ড। সোমবার (২১ নভেম্বর) কাতার বিশ্বকাপে ‘বি’ গ্রুপে ইংল্যান্ড-ইরান ম্যাচে ইরানের জালে ইংল্যান্ডের এ গোল হয়।

ম্যাচের ৩৫ মিনিটে বেলিংহামের হেড থেকে প্রথম গোল হয় ইংলিশদের। বাঁ দিক থেকে শর ক্রস থেকে ডি বক্সে থাকা বেলিংহাম লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে ইরানের জাল স্পর্শ করেন। ইংলিশ জার্সিতে বেলিংহামের এটি প্রথম গোল। বেলিংহামের পর ৪৩ মিনিটের মাথায় আরেকটি গোল করেন শাকার। এরপর রাহিম স্টারলিং প্রথামার্ধের ৪৫ মিনিটের সঙ্গে যুক্ত হওয়া মিনিটের প্রথম মিনিটে গোল করেন। ফলাফল দাঁড়ায় ইংল্যান্ডের ৩ এবং ইরানের ০।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুতেই বড় ধরনের ধাক্কা খেলো ইরান। ম্যাচের অষ্টম মিনিটেই মাথায় প্রচণ্ড আঘাত পেলেন গোলরক্ষক আলিরেহা বেইরানভান্ড। নিজ দলের ডিফেন্ডার মাজেদ হুসেইনির সঙ্গে মাথায় মাথায় ঠুকে যায় তার।

এই প্রচণ্ড আঘাতের ধকল শেষ পর্যন্ত সইতে পারলেন না আলিরেজা। মাঠ ছেড়ে যেতে হয় তাকে। পরিবর্তে মাঠে নামেন হোসেইন হোসেইনি।

ইংল্যান্ড একাদশ : ফরমেশন (৪-২-৩-১)

জর্ডান পিকফোর্ড, হ্যারি ম্যাগুইরে, জন স্টোনস, লুক শ, কিয়েরান ত্রিপিয়ার, ম্যাসন মাউন্ট, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, রাহিম স্টার্লিং, বুকায়ো শাকা।

ইরান একাদশ : ফরমেশন (৪-৫-১)

আলিরেজা বেইরানভান্ড, মাজিদ হুসেইনি, রুজবেহ চেশমি, মিলাদ মোহাম্মদি, সাদেঘ মোহাররামি, এহসান হাজসাফি, আহমদ নুরুল্লাহ, মোর্তেজা পৌরালিগাঞ্জি, আলি করিমি, আলিরেজা জাহানবক্স, মেহেদী তারেমি।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ