কাতার বিশ্বকাপে ‘বি’ গ্রুপের ময়দানি লড়াই শুরু হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে শক্তিশালী ইংল্যান্ড ও ইরান।
দোহার আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হয়েছে।
প্রথম ম্যাচে প্রতিপক্ষ কে, সেটা বিবেচ্য বিষয় নয় ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটের সামনে। এ কারণে ইরান হলেও শক্তিশালী একাদশই গঠন করেছেন তিনি। সেরা দলটিই মাঠে নামিয়েছেন তিনি।
সে তুলনায় ইরানও কম শক্তিশালী নয়। তারাও সেরা একাদশ নিয়ে মাঠে নামছে। ফরমেশন কিছুটা রক্ষণাত্মক। তবে মিডফিল্ডটা দখলে রাখতে চায় তারা। এ কারণে ইরান কোচের ফরমেশনটা হলো ৪-৫-১।
ইংল্যান্ড একাদশ : ফরমেশন (৪-২-৩-১)
জর্ডান পিকফোর্ড, হ্যারি ম্যাগুইরে, জন স্টোনস, লুক শ, কিয়েরান ত্রিপিয়ার, ম্যাসন মাউন্ট, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, রাহিম স্টার্লিং, বুকায়ো শাকা।
ইরান একাদশ : ফরমেশন (৪-৫-১)
আলিরেজা বেইরানভান্ড, মাজিদ হুসেইনি, রুজবেহ চেশমি, মিলাদ মোহাম্মদি, সাদেঘ মোহাররামি, এহসান হাজসাফি, আহমদ নুরুল্লাহ, মোর্তেজা পৌরালিগাঞ্জি, আলি করিমি, আলিরেজা জাহানবক্স, মেহেদী তারেমি।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ