কাতারের জালে প্রথমার্ধে দুই গোল দিয়েছে দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডর। ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে দলকে এগিয়ে নেন এনার ভ্যালেন্সিয়া। ৩১ মিনিটে হেডে লিড করেন ২-০।
কাতারের একাদশ শাদ আল সাঈব, আব্দেলকরিম হাসান, বৌলেম খৌকি, আল রাওই, হোম্যান আহমেদ, আব্দুলআজিজ হাতেম, করিম বৌদিয়াফ, আকরাম আফিফ, আলমঈজ আলী, হাসান আল হেইদৌস।
ইকুয়েডরের একাদশ
গালিন্দেজ, এস্তুপিনান, হিনক্যাপি, তোরেস, অ্যাঞ্জেল প্রিকাইদো, ইবারা, কেইসেদো, মেন্ডেস, প্লাটা, এস্ত্রেদা, ভ্যালেন্সিয়া।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ