কেউ এগিয়ে রাখছেন আর্জেন্টিনাকে। কেউ বা ব্রাজিলকে। অনেকের মতে, শিরোপা দৌড়ে এগিয়ে ফ্রান্স ও জার্মানি। তবে ব্রাজিলিয়ান গণকের দাবি, ফাইনাল খেলবে আর্জেন্টিনা।
এমন ভবিষ্যদ্বাণী করেন ব্রাজিলের গণক আথোস সালোমি। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ কিংবা কোভিড সম্পর্কে নিখুঁত ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসেন তিনি।
এর আগে ২০১১ সালে এই সালোমিই বলেছিলেন ২০২২ বিশ্বকাপ জিতবে ব্রাজিল। কিন্তু বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে পালটে গেল তার ভবিষ্যদ্বাণী।
আথোসের মতে, এবারের বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের কোনো সম্ভাবনা নেই। ফাইনালে উঠলেও ষষ্ঠ বিশ্বকাপের দেখা পাবেন না তিতে শিষ্যরা।
ব্রাজিলের এই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, কাতার বিশ্বকাপের ফাইনালে যেতে পারে পাঁচটি দল। এরা হলো আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স ও ইংল্যান্ড।
কে শিরোপা জিতবে সে বিষয়ে সরাসরি মন্তব্য না করে কিছুটা ঘুরিয়ে উত্তর দেন তিনি। তার ভাষ্যমতে, ট্যাঙ্গোর দেশের এক দল আর মধ্য ইউরোপের এক দল খেলবে ফাইনালে। সেই মোতাবেক ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনা অথবা উরুগুয়ের। কেননা, এই দুই দেশ পরিচিত ট্যাঙ্গোর দেশ হিসেবে।
আর মধ্য ইউরোপের দেশ হিসেবে ফাইনালে আর্জেন্টিনা অথবা উরুগুয়ের প্রতিপক্ষ হিসেবে থাকবে ফ্রান্স।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে আথোস বলেন, এবার ব্রাজিলের কোনো সম্ভাবনা দেখছি না। হয়তো ফাইনালে উঠবে; কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে না। ট্যাঙ্গোর দেশ এবং মধ্য ইউরোপের একটি দেশ মুখোমুখি হবে ফাইনালে।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ