মরুর দেশের বিশ্ব আসরকে ঘিরে উন্মাদনার শেষ নেই ফুটবলপ্রেমীদের মাঝে। কার হাতে উঠতে যাচ্ছে বিশ্বকাপ ট্রফি, সেটি নিয়েও চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। সেই ধারাবাহিকতায়, সম্প্রতি কাতার বিশ্বকাপ নিয়ে একটি গবেষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। পরিসংখ্যানগত সে গবেষণা অনুযায়ী, এবার বিশ্ব আসরের শিরোপা যাচ্ছে ব্রাজিলে।
‘গ্রেটেস্ট শো অন আর্থ’-খ্যাত বিশ্বকাপ ফুটবল নিয়ে ভবিষ্যদ্বাণীর সংস্কৃতিটা অনেক আগে থেকেই চলে আসছে। গত কয়েকটা বিশ্বকাপে পশু-পাখি থেকে শুরু করে সামুদ্রিক প্রাণী অক্টোপাসকে দিয়েও করানো হয়েছে ভবিষ্যদ্বাণী। কিন্তু এবারের ভবিষ্যদ্বাণীটা কোনো দ্বৈব চয়নের ভিত্তিতে হয়নি। এ ভবিষ্যদ্বাণী করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, গবেষণার মাধ্যমে।
মূলত গাণিতিক প্রক্রিয়ায় সম্ভাবনা নির্ণয়ের মাধ্যমে এ গবেষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সম্ভাবনার এই মডেলটি তৈরি করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের গবেষক জশুয়া বুল।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ