ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বকাপে বিশ্ব কাঁপে

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২২, ০৮:২৮

রোমাঞ্চ উপভোগের দুর্দান্ত এক উপলক্ষ হাজির ফুটবল দুনিয়ার সামনে! ফুটবলের মহামঞ্চের জন্য ফুটবলপ্রেমীদের চার বছরের অপেক্ষা শেষ। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আজ রোববার পর্দা উঠছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের। ভক্ত-সমর্থকদের এবার উন্মাদনার জোয়ারে দোল খাওয়ার পালা। বিশ্বকাপ জ্বর, স্নায়ুচাপ আর উত্তেজনার ভর করবে এবার ক্রীড়ামোদিদের। কেননা বিশ্বকাপ জয়ের ফুটবল ‘বিশ্বযুদ্ধ’ শুরু হচ্ছে আজ। প্রিয় তারকাদের মনোমুগ্ধকর ড্রিবলিং, আক্রমণ, পাসিং, শৈল্পিক ফিনিশিং, ফ্রি কিক, গোলের আনন্দে ভাসার দুরন্ত এক উপলক্ষ।

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মাততে প্রস্তুত পুরো দুনিয়া। মরুর বুকে আলো ঝলমলে, ব্যয়বহুল আর সফল বিশ্বকাপ উপহার দিতে প্রস্তুত আয়োজক কাতারও। এরইমধ্যে ফুটবল মহাযজ্ঞের উত্তাপের আঁচ লেগেছে ফুটবল প্রেমে অন্ধ ভক্ত-সমর্থকদের মাঝে! প্রিয় দলের জার্সি, পতাকা, স্টিকার, ব্যানার, ফেস্টুন নিয়ে প্রস্তুত ফুটবলপ্রেমীরাও। ফুটবলের বৃহত্তম বৈশ্বিক আসর দরজায় কড়া নাড়তেই আইএসের হুমকিতে উদ্বেগ-উৎকণ্ঠাও আঘাত হানতে শুরু করেছে মহামঞ্চে। তবুও শেষ সময়ের প্রস্তুতি সেরে যাচ্ছেন তারকা ফুটবলাররা। টিভির পর্দায় কিংবা গ্যালারিতে বসে সরাসরি বিশ্বকাপের খেলা দেখতে চলছে দর্শক অনুরাগীদের তোড়জোড়।

এবারই প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে শীতকালে। আয়োজক কাতারের মাত্রাতিরিক্ত তাপমাত্রা আর আর্দ্রতার জন্যই ফিফার এ সিদ্ধান্ত। এবারই প্রথম ঐতিহ্য ভেঙে মে, জুন বা জুলাইতে বসছে না ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদার এ আসর। সঙ্গে কমে এসেছে বিশ্বকাপের ব্যাপ্তি। ২৯ দিনেই শেষ হবে টুর্নামেন্ট। আরব বিশ্বে এটাই প্রথম বিশ্বকাপ। প্রথম মুসলিম রাষ্ট্র হিসেবে বৃহত্তম এ ফুটবল আসর আয়োজন করছে কাতার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্যয়বহুল ও আলো ঝলমলে বিশ্বকাপ হতে যাচ্ছে এশিয়া মহাদেশে। ২০০২ সালে বৈশ্বিক এ টুর্নামেন্ট বসেছিল দক্ষিণ কোরিয়া ও জাপানে।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠবে ২০২২ কাতার বিশ্বকাপের। আসরের থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন আমেরিকান গায়ক ডমিনিক লিল ববি। গানের সঙ্গে মঞ্চ মাতাবেন মানাল, রেহমার ও নোরা ফাতেহি। জমকালো উদ্বোধনে থাকবে সারা বিশ্বে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেয়া কোরিয়ান ব্যান্ড বিটিএসের সংগীত মূর্ছনা। ব্যান্ডটির সর্বকনিষ্ঠ সদস্য জন জাংকুক গাইবেন উদ্বোধনী মঞ্চে। এছাড়া কাতারের স্থানীয় নৃত্যশিল্পীরাও আল খোর শহরের ৬০ হাজার দর্শকধারণ ক্ষমতার আল বাইত স্টেডিয়ামে পারফর্ম করবেন।

বিশ্বকাপের অফিসিয়াল মাসকট লা’ইবের (যার অর্থ অতি দক্ষ খেলোয়াড়) প্রদর্শনীও থাকবে উদ্বোধনী অনুষ্ঠানে। সঙ্গে থাকবে আতশবাজির ঝলকানি। ধারণা করা হচ্ছে, এবারের বিশ্বকাপে চোখ রাখবেন প্রায় ৫০০ কোটি মানুষ। যা পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান চলবে টানা ৪৫ মিনিট। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাত ১০টায় আসরের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কাতার। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল ‘আল রিহলা’ দিয়ে হবে মাঠের লড়াই। আইএ

বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর বসবে কাতারের পাঁচ শহরের ৮ স্টেডিয়ামে। বিশ্বকাপে সব মিলিয়ে ম্যাচ হবে ৬৪টি। আজ শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপের উন্মাদনা। টুর্নামেন্টে ৬৩টি দেশের সর্বমোট ৪১৬টি ক্লাবের খেলোয়াড়েরা নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করবেন। আসরে থাকবেন সব মিলিয়ে ৮৩০ জন ফুটবলার।

৩২ দলের গ্রুপ পর্ব শেষে শুরু হবে এক লেগের নকআউট পর্ব। আট গ্রুপের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল নাম লিখবে শেষ ষোলতে। পরে ৯ ও ১০ ডিসেম্বর মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনাল। শেষ আটের খেলা শেষে ১৩ ও ১৪ নভেম্বর হবে সেমিফাইনাল দুটি। শেষ চারের বাধা উতরে ফাইনালে সোনালি ট্রফি জয়ের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। লুসাইল আইকনিক স্টেডিয়ামে ১৮ ডিসেম্বর টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ হবে কাতারের জাতীয় দিবসে। কাতারেই হবে ৩২ দলের শেষ বিশ্বকাপ। পরের বার ৫ কনফেডারেশনের ৩২ দেশের সঙ্গে আরও ১৬টি দেশ যোগ করে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৬ সালে ৪৮ দলের প্রথম বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।

তবে কাতার বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে বিতর্ক আর প্রতিবাদের আগুনের আঁচ নিয়ে। প্যারিস, মার্শেই, বোর্দোসহ ফ্রান্সের বেশিরভাগ শহরই কাতার বিশ্বকাপ বর্জনের ডাক দিয়েছে। অন্যবারের মতো এবার শহরের বিভিন্ন স্থানে বড় স্ক্রিনে খেলা দেখানো বা ‘ফ্যান জোন’ না করার ঘোষণা দিয়েছে শহরগুলোর কর্তৃপক্ষ। টিভি সম্প্রচার বন্ধ রেখে কাতার বিশ্বকাপ বর্জনের ডাক দিয়েছে জার্মানির ফুটবল পানশালাগুলোও। এই বর্জন কাতারের অভিবাসী শ্রমিক ও এলজিবিটি সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদস্বরূপ।

কাতার ২০২২ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পায় ২০১০ সালে। আয়োজকের মর্যাদা পেতে ঘুষ দেয়ার অভিযোগ থেকে শুরু করে এক যুগ ধরে শ্রমশোষণ, পরিবেশদূষণ, মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ ওঠে কাতারের বিরুদ্ধে। এ কারণে কাতার থেকে বিশ্বকাপ সরিয়ে নেয়ার দাবিও জানান অনেকে। গার্ডিয়ান জানিয়েছে, কাতারে বিশ্বকাপের স্টেডিয়াম, মেট্রোরেল, রাস্তা ও হোটেল নির্মাণের সঙ্গে যুক্ত প্রায় সাড়ে ছয় হাজার শ্রমিক মারা গেছেন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ