ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আর্জেন্টিনা-ব্রাজিলের কে কত নম্বর জার্সিতে খেলবেন?

প্রকাশনার সময়: ১৭ নভেম্বর ২০২২, ১৮:৪৪ | আপডেট: ১৭ নভেম্বর ২০২২, ১৮:৫৪

কাতার বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। রেকর্ড পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও আসরের অন্যতম ফেভারিট। ফুটবলের মহাযুদ্ধকে সামনে রেখে সম্ভাব্য সেরা স্কোয়াডই বেছে নিয়েছে এই দুই দল। এরই মধ্যে নিজেদের সেরা তারকা লিওনেল মেসি ও নেইমারসহ ফুটবলারদের জার্সি নম্বর ঘোষণা করেছে শিরোপা প্রত্যাশী দল দুটি।

আর্জেন্টিনার স্কোয়াডের পাঁচ জন ২০১৮ সালে অনুষ্ঠিত সবশেষ রাশিয়া বিশ্বকাপের জার্সি নম্বরই ধরে রেখেছেন। তাদের মধ্যে আছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী পিএসজি ফরোয়ার্ড মেসি। বরাবরের মতো তিনি গায়ে জড়াবেন বিখ্যাত ১০ নম্বর জার্সি। অলিম্পিক লিওঁর নিকোলাস তাগলিয়াফিকো, সেভিয়ার মার্কোস আকুনিয়া, এএস রোমার পাওলো দিবালা ও জুভেন্তাসের আনহেল দি মারিয়াকেও খেলতে দেখা যাবে আগের বিশ্বকাপের জার্সি নম্বরেই।

বিশ্বকাপে 'সি' গ্রুপে খেলবে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনা। আগামী ২২ নভেম্বর বাংলাদেশ সময় বিকাল চারটায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে নিজেদের অভিযান শুরু করবে তারা। গ্রুপ পর্বে স্কালোনির শিষ্যদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

অন্যদিকে, ব্রাজিলের স্কোয়াডের চার জন ধরে রেখেছেন সবশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপের জার্সি নম্বরই। তাদের মধ্যে আছেন পিএসজির নামী ফরোয়ার্ড নেইমার। বরাবরের মতো তার গায়ে শোভা পাবে বিখ্যাত ১০ নম্বর জার্সি। এছাড়া, লিভারপুলের আলিসন, ম্যানচেস্টার ইউনাইটেডের কাসেমিরো ও ম্যানচেস্টার সিটির এদারসন খেলবেন আগের বিশ্বকাপের জার্সি নম্বরেই।

বিশ্বকাপে 'জি' গ্রুপে খেলবে সবচেয়ে বেশিবার শিরোপা উঁচিয়ে ধরা ব্রাজিল। আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ সময় রাত একটায় সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে নিজেদের যাত্রা শুরু করবে তারা। গ্রুপ পর্বে তিতের শিষ্যদের বাকি দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

চলুন জেনে নেয়া যাক দুই দলের খেলোয়াড়রা কে কত নম্বর জার্সি গায়ে ফুটবলের এই মহারণে সামিল হবেন-

বিশ্বকাপে আর্জেন্টিনার খেলোয়াড়দের জার্সি নম্বর:

নাম জার্সি নম্বর পজিশন ক্লাব
ফ্রাঙ্কো আরমানি গোলরক্ষক রিভারপ্লেট
হুয়ান ফোইথ ডিফেন্ডার ভিয়ারিয়াল
নিকোলাস তাগলিয়াফিকো ডিফেন্ডার অলিম্পিক লিওঁ
গঞ্জালো মন্তিয়েল ডিফেন্ডার সেভিয়া
লেয়ান্দ্রো পারেদেস মিডফিল্ডার জুভেন্তাস
জারমান পেজ্জেয়া ডিফেন্ডার রিয়াল বেতিস
রদ্রিগো দে পল মিডফিল্ডার আতলেতিকো মাদ্রিদ
মার্কোস আকুনিয়া মিডফিল্ডার সেভিয়া
হুলিয়ান আলভারেজ ফরোয়ার্ড ম্যানচেস্টার সিটি
লিওনেল মেসি ১০ ফরোয়ার্ড পিএসজি
আনহেল দি মারিয়া ১১ ফরোয়ার্ড জুভেন্তাস
জেরোনিমো রুই ১২ গোলরক্ষক ভিয়ারিয়াল
ক্রিস্তিয়ান রোমেরো ১৩ ডিফেন্ডার টটেনহ্যাম হটস্পার
এজিকিয়েল পালাসিওস ১৪ মিডফিল্ডার বেয়ার লেভারকুসেন
নিকোলাস গঞ্জালেস ১৫ ফরোয়ার্ড ফিওরেন্তিনা
হোয়াকিন কোরেয়া ১৬ ফরোয়ার্ড ইন্টার মিলান
আলেহান্দ্রো পাপু গোমেজ ১৭ মিডফিল্ডার সেভিয়া
গিদো রদ্রিগেজ ১৮ মিডফিল্ডার রিয়াল বেতিস
নিকোলাস ওতামেন্দি ১৯ ডিফেন্ডার বেনফিকা
আলেক্সিস মাক আলিস্তার ২০ মিডফিল্ডার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন
পাওলো দিবালা ২১ ফরোয়ার্ড এএস রোমা
লাউতারো মার্তিনেজ ২২ ফরোয়ার্ড ইন্টার মিলান
এমিলিয়ানো মার্তিনেজ ২৩ গোলরক্ষক অ্যাস্টন ভিলা
এঞ্জো ফার্নান্দেজ ২৪ মিডফিল্ডার বেনফিকা
লিসান্দ্রো মার্তিনেজ ২৫ ডিফেন্ডার ম্যানচেস্টার ইউনাইটেড
নাহুয়েল মলিনা ২৬ ডিফেন্ডার আতলেতিকো মাদ্রিদ

বিশ্বকাপে ব্রাজিলের খেলোয়াড়দের জার্সি নম্বর:

নাম জার্সি নম্বর পজিশন ক্লাব
আলিসন গোলরক্ষক লিভারপুল
দানিলো ডিফেন্ডার জুভেন্তাস
থিয়াগো সিলভা ডিফেন্ডার চেলসি
মার্কুইনোস ডিফেন্ডার পিএসজি
কাসেমিরো মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেড
আলেক্স সান্দ্রো ডিফেন্ডার জুভেন্তাস
লুকাস পাকেতা মিডফিল্ডার ওয়েস্টহ্যাম ইউনাইটেড
ফ্রেদ মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেড
রিচার্লিসন ফরোয়ার্ড টটেনহ্যাম ইউনাইটেড
নেইমার ১০ ফরোয়ার্ড পিএসজি
রাফিনহা ১১ ফরোয়ার্ড বার্সেলোনা
ওয়েভারতন ১২ গোলরক্ষক পালমেইরাস
দানি আলভেস ১৩ ডিফেন্ডার ইউএনএএম
এদার মিলিতাও ১৪ ডিফেন্ডার রিয়াল মাদ্রিদ
ফাবিনহো ১৫ মিডফিল্ডার লিভারপুল
আলেক্স তেলেস ১৬ ডিফেন্ডার সেভিয়া
ব্রুনো গিমারেস ১৭ মিডফিল্ডার নিউক্যাসল ইউনাইটেড
গ্যাব্রিয়েল জেসুস ১৮ ফরোয়ার্ড আর্সেনাল
আন্তোনি ১৯ ফরোয়ার্ড ম্যানচেস্টার ইউনাইটেড
ভিনিসিয়ুস জুনিয়র ২০ ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদ
রদ্রিগো ২১ ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদ
এভারতন রিবেইরো ২২ মিডফিল্ডার ফ্ল্যামেঙ্গো
এদারসন ২৩ গোলরক্ষক ম্যানচেস্টার সিটি
ব্রেমার ২৪ ডিফেন্ডার জুভেন্তাস
পেদ্রো ২৫ ফরোয়ার্ড ফ্ল্যামেঙ্গো
গ্যাব্রিয়েল মার্তিনেলি ২৬ ফরোয়ার্ড আর্সেনাল

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ