ফুটবল বিশ্বের আলোচিত নাম ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন কাতার বিশ্বকাপ নিয়ে তার স্বপ্নের কথা। লন্ডনভিত্তিক ক্রীড়াবিষয়ক একটি ওয়েবসাইটকে কাতার বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান রোনালদো।
২০১৬ সালের ইউরোজয়ী অধিনায়ক কাতার বিশ্বকাপের ফাইনাল প্রসঙ্গে বলেন, ‘ক্যাসেমিরোকে মজা করে বলেছিলাম, ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে পর্তুগাল। সত্যি বলতে, এটা একটা স্বপ্নের মতো।’
রিয়াল মাদ্রিদের পর এখন ম্যানচেস্টার ইউনাইটেডেও রোনালদোর সতীর্থ ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ক্যাসেমিরো। ক্লাব ক্যারিয়ারে তারা একসঙ্গে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন অসংখ্য ট্রফি। তবে আন্তর্জাতিক ফুটবলে তাদের গন্তব্যটা ভিন্ন। একজন ব্রাজিলের মাঝমাঠ সামলাবেন তো আরেকজন পর্তুগালের আক্রমণভাগ।
ফুটবলের বৈশ্বিক আসরে বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ ব্রাজিল। সতীর্থকে মজার ছলে ফাইনাল খেলার কথা বললেও রোনালদো ভালো করেই জানেন বিষয়টি মোটেও সহজ নয়। তবে স্বপ্ন দেখতে তো কোনো বাধা নেই। তাই বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিযোগিতা হলেও ফাইনালের স্বপ্ন দেখতেই পারেন রোনালদো।
সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিযোগিতা হচ্ছে বিশ্বকাপ। আমি এটির (ব্রাজিল-পর্তুগাল ফাইনাল) স্বপ্ন দেখছি। জানি এটি কঠিন হবে, খুবই কঠিন। তবে স্বপ্ন হচ্ছে মুক্ত এবং সবসময় স্বপ্ন দেখছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে প্রতিযোগিতা করা। সম্ভবত এটি সর্বকালের সেরা বিশ্বকাপ হতে যাচ্ছে।’
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ