ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপের টিকিট কালোবাজারি, কাতারে আটক ৩

প্রকাশনার সময়: ১৭ নভেম্বর ২০২২, ১৬:৫২

যতই সময় গড়াচ্ছে কাতার বিশ্বকাপ নিয়ে ভক্তদের উত্তেজনা ততই বাড়ছে। আর এর ফাঁকে টিকিট নিয়ে রীতিমতো ব্যবসা শুরু করে দিয়েছে একদল টিকিট কালোবাজারি। এবার তাদের মধ্যে তিনজনকে আটক করেছে দেশটির স্থানীয় পুলিশ।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দোহার অফিসিয়াল টিকিট সেন্টারের বাইরে থেকে ওই তিনজনকে আটক করা হয়।

মন্ত্রণালয়ের টুইটারে প্রকাশিত এক বিবৃবিতে বলা হয়েছে, তিনজন ভিনদেশী নাগরিককে এই ঘটনায় আটক এবং তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, তারা তিনজন ভিন্ন ভিন্ন দেশের নাগরিক, তবে কোন দেশের তা স্পষ্ট করে জানানো হয়নি। শুধুমাত্র বলা হয়েছে অফিসিয়াল আউটলেটের বাইরে এ তিনজন অবৈধভাবে টিকিট বিক্রি করার সময় পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা যতগুলো টিকিট বিক্রি করেছে তার প্রতিটি বাবদ আড়াই লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ