কাতার বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আরব আমিরাতকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
বুধবার (১৬ নভেম্বর) মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে দলের হয়ে জোড়া গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। একটি করে গোল করেছেন লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ ও জোয়াকুইন কোরেয়া।
১৭তম মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে লিড পেয়ে যায় আর্জেন্টিনা। গোলের মূল কারিগর ছিলেন মেসি। ডান প্রান্ত থেকে তার বাড়ানো বলেই জাল ছুঁয়েছেন আলভারেজ।
২৫ তম মিনিটে লিড দ্বিগুন করেন ডি মারিয়া। বাম পাশের কর্নার থেকে একুনার ক্রস দুর্দান্ত ভলিতে জালে জড়ান অভিজ্ঞ এই ফরোয়ার্ড। ৩৬ তম মিনিটে আবারও ডি মারিয়ার গোল। এবার গোলরক্ষকসহ কয়েকজন ডিফেন্ডারকে একাই কাটিয়ে নিয়ে গোল করেন তিনি।
প্রথমার্ধের শেষদিকে স্কোরশিটে নাম লেখান মেসি। বাম প্রান্ত থেকে তার শট এবার ঠেকানোর উপয়ান্তরই খুঁজে পাননি প্রতিপক্ষ গোলরক্ষক। তাতে আর্জেন্টিনা প্রথমার্ধেই লিড নেয় ৪-০ গোলে।
বিরতির পর পরই গোলের সুযোগ তৈরি করেছিল আরব আমিরাত। আব্দাল্লাহ রহমানের নেওয়া প্রথম শট বারে লেগে ফিরে আসে। এরপর আবার নেওয়া শট রুখে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
৫৯ মিনিটে ব্যবধান ৫-০ করে ফেলেন জোয়াকুইন কোরেয়া। শেষ পর্যন্ত ৫-০ গোলের ব্যবধানের জয় দিয়ে প্রস্তুতি সারে মেসিরা।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ