ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

প্রথমার্ধেই ৪ গোলে এগিয়ে আর্জেন্টিনা

প্রকাশনার সময়: ১৬ নভেম্বর ২০২২, ২২:৩৫ | আপডেট: ১৭ নভেম্বর ২০২২, ১৫:৩৩

বিশ্বকাপের প্রস্তুতিস্বরূপ সংযুক্ত আরব আমিরাত-আর্জেন্টিনার ম্যাচটির প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। ম্যাচের প্রথমার্ধেই আরবদের জালে এক হালি গোল দিয়েছে লিওনেল মেসির দল।

বুধবার (১৬ নভেম্বর) মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।

আরব আমিরাতের বিপক্ষে এদিন ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় আলবিসিলেস্তারা। এ সময় মাঝ মাঠের একটু সামনে সতীর্থে পাস থেকে বল পেয়ে যান মেসি। তিনি বল নিয়ে আমিরাতের ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন। এরপর বামদিকে থাকা জুলিয়ান আলভারেজকে বাড়িয়ে দেন। তিনি ডান পায়ের শটে বল জালে জড়ান। ২৫ মিনিটের মাথায় অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় মার্কোস আকুনার ক্রস থেকে ডানদিকে বল পান মারিয়া। তার নেওয়া বাম পায়ের জোরালো শট দূরের পোস্টে লেগে জালে জড়ায়। ৩৬ মিনিটে ডি মারিয়া তার জোড়া গোল পূর্ণ করলে আর্জেন্টিনা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

প্রথমার্ধের শেষ দিকে গোলের দেখা পান লিওনেল মেসিও। তাতে আর্জেন্টিনা প্রথমার্ধেই লিড নেয় ৪-০ গোলে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ