বিশ্ব ফুটবলের মহারণে বরাবরই দর্শক বাংলাদেশ। তবুও দেশজুড়ে থাকে এর উন্মাদনা। পছন্দের দল ও তারকাদের ঘিরে বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর হয়ে উন্মাদনায় মেতে ওঠে ফুটবলপ্রেমীরা। কাতার বিশ্বকাপেও থাকবে তেমনটি।
তবে, খেলায় অংশ নিতে না পারলেও কাতার বিশ্বকাপে থাকছে বাংলাদেশ। আসন্ন বৈশ্বিক এই ফুটবল টুর্নামেন্টে থাকছেন বাংলাদেশের আটজন স্বেচ্ছাসেবক।
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রতিবারই সদস্য দেশগুলো থেকে স্বেচ্ছাসেবক নেয় ফিফা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন আটজন। এর মধ্যে দুইজন ছাত্র।
স্বেচ্ছাসেবক মনোনয়নের কাজটি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মনোনীত ৮ স্বেচ্ছাসেবক হলেন- হাসসানুল ইসলাম, জাহিদ হাসান, আব্দুল করিম, ওয়াসিফ আজাদ, আউয়াল আহমেদ, কাজী তাওহীদ, আবু নোমান মো. রেজওয়ান, রিয়াজুল হোসেন অনিক।
আর মাত্র কয়েকদিন পরেই পর্দা উঠবে কাতার বিশ্বকাপ ফুটবলের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর।
নতাশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ