ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

আইপিএলে পোলার্ড নেই, আবার আছেন!

প্রকাশনার সময়: ১৫ নভেম্বর ২০২২, ১৮:২২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০০৯ সাল থেকে মাঠ মাতিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার কাইরন পোলার্ড। এবার আইপিএলকে বিদায় জানালেন ক্যারাবিয়ানদের সাবেক এই অধিনায়ক। তাই আগামী বছরের (২০২৩) আসরে প্লেয়ার হিসেবে আর দেখা যাবে না তারকা এই অলরাউন্ডারকে। তবে প্লেয়ার হিসেবে না থাকলেও রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সে থাকছেন ব্যাটিং কোচ হিসেবে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে একটি বিবৃতিতে পোলার্ড তার সিদ্ধান্তের কথা মুম্বাই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন।

অবসরের প্রসঙ্গে পোলার্ড জানান, আরও অনেক বছর ধরে খেলার ইচ্ছা আছে আমার, তবে মুম্বাই কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করার পর আমি আমার সিদ্ধান্তটা নিয়েছি। আমার মনে হয়েছে অনেক কিছু অর্জন করা এই দলে পরিবর্তন দরকার।

আইপিএলে পোলার্ডের সামনে অন্য দলেও খেলার সুযোগ ছিল। কিন্তু মুম্বাইয়ের বিপক্ষে তিনি খেলতে চান না। এজন্যই আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। পোলার্ড বলেন, ‘তবে মুম্বাইয়ের সঙ্গে খেলতে না পারলে আমি এর বিপক্ষেও খেলব না; কারণ আপনি জানেন, একবার মুম্বাই মানেই আজীবন মুম্বাই।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ