টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৬৮।
শুরুতে দেখে-শুনে ম্যাচ শুরু করেছিলেন পাকিস্তানি দুই ওপেনার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান। চতুর্থ ওভারে ক্রিস ওকসকে ছক্কা মেরে প্রথম ওভার বাউন্ডারির দেখা পান মোহাম্মদ রিওজয়ান। কিন্তু তাকেই ফিরতে হলো পরের ওভারে। স্যাম কারানের ওয়াইড লাইনের বল তার ব্যাটে লেগে স্টাম্পে আঘাত করে। ১৪ বলে ১ ছয়ে ১৫ রান করে আউট ওপেনার রিজওয়ান।
চার মেরে রানের খাতা খুলে ছিলেন মোহাম্মদ হারিস। কিন্তু লম্বা সময় ক্রিজে থাকতে পারলেন না । ১২ বলে ৮ রান করে আদিল রশিদের প্রথম বলেই মাঠ ছাড়েন তিনি। লং অনে বেন স্টোকস সহজ ক্যাচ ধরেন।
তবে বাবর আজম দায়িত্ব নিয়ে খেলছেন। পাকিস্তানের অধিনায়ক ২৫ বলে ২৯ রান, আর সান মাসুদ ১১ রানে অপরাজিত।
এর আগে মেলবোর্নের ফাইনালের সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘আমি আগের মতো আবারও বলছি, সত্যিই আমরা একটি কঠিন চ্যালেঞ্জ আশা করছি। অতি সম্প্রতি তাদের সঙ্গে আমরা বেশ কয়েকবার মুখোমুখি হয়েছি এবং তাদের বিপক্ষে আমরা দুর্দান্ত কিছু ম্যাচ খেলেছি এবং দুর্দান্ত স্পিরিট ছিল। আমি নিশ্চিত আজ এর ব্যতিক্রম হবে না।’
বাবর বলেন, ‘টুর্নামেন্টে আমরা নিজেদের প্রথম দুটি ম্যাচ হেরেছি এবং এজন্য আমাদের মূল্য দিতে হয়েছিল। কিন্তু আমাদের দল শেষ চার ম্যাচে লড়াই করে ফিরে এসেছে এবং তারা খুব ভালো পারফর্ম করেছে। আমরা শেষ চার ম্যাচে সত্যিকার অর্থেই ভালো ক্রিকেট খেলছি। হ্যাঁ, ফাইনালেও ভালো খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব আমরা।’
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ