ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

২২ গজের সেরার লড়াই আজ

প্রকাশনার সময়: ১৩ নভেম্বর ২০২২, ০০:০৪ | আপডেট: ১৩ নভেম্বর ২০২২, ১১:০০

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ ২২ গজের সেরার লড়াই শুরু হচ্ছে আজ। এ কাপের সেরার মুকুট নিজেদের করে নিতে মাঠে নামবে পাকিস্তান আর ইংল্যান্ড।

রোববার (১৩ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

মেলবোর্নের সঙ্গে এবারের পাকিস্তানের আছে দারুণ মিল। বাবর আজমের কাছে যেনো ফিরে এলো বিশ্বকাপজয়ী ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান দলের সেই সুখস্মৃতি। কারণ এই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান।

সংবাদ সম্মেলনে বাবর জানালেন সেরকমই কিছু। জ্বলে উঠার আভাস দিয়ে রাখলেন বৃটিশদের। জানালেন, ফাইনাল জিততে শতভাগ উজাড় করে দেবেন।

বাবর বলেছেন, আমরা ট্রফিটা জেতার চেষ্টা করব। বিশেষ করে এমন একটা মাঠে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)। ইনশাআল্লাহ ম্যাচে আমরা নিজেদের শতভাগ উজাড় করে দেব।

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেছেন, অবশ্যই পাকিস্তান দুর্দান্ত একটি দল। তাদের দুর্দান্ত সব ফাস্ট বোলার তৈরির ইতিহাস আছে। আমি নিশ্চিত, ক্যারিয়ারের শেষদিকে, যাদের বিরুদ্ধে আমরা খেলতে যাচ্ছি, তাদের কাউকে কাউকে পাকিস্তানের সেরা বোলার হিসেবে স্মরণ করা হবে। দলটি যে ফাইনালে, এর বড় একটি কারণ তারাই।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ