ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ

টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

প্রকাশনার সময়: ০৯ নভেম্বর ২০২২, ১৩:৩৬ | আপডেট: ০৯ নভেম্বর ২০২২, ১৬:৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

বুধবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১.৩০টায় এ সিদ্ধান্ত নেয় এই ব্ল্যাক ক্যাপ্স অধিনায়ক। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

আজকের ম্যাচে কে জিতবে? নিউজিল্যান্ড না পাকিস্তান? বাবর আজমদের ব্যাটিং কোচ ম্যাথু হেইডেন আশার বার্তা দিয়ে রেখেছেন।

তিনি বলেন, পাকিস্তান দল এখন প্রতিপক্ষের জন্য বড় হুমকি। নেদারল্যান্ডসের জন্যই আমরা এখানে এসেছি। এখন আমরা শক্তিশালী দল। এটাই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। নিউজিল্যান্ডকে সমীহ করছি। বাবর-রিজওয়ানকে নিয়ে চিন্তার কিছু নেই।

সম্ভাব্য একাদশ

নিউ জিল্যান্ড: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসি, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ