তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে সাকিব আল হাসানের আউটটি আলোচনার জন্মই দিয়েছে আজ। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া বিস্ময় প্রকাশ করেছেন। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও প্রতিক্রিয়া জানালেন। সাকিবের বিপক্ষে এই সিদ্ধান্ত যাওয়ায় রেগে জ্বলে উঠেছেন সাবেক এই অধিনায়ক।
১১তম ওভারে শাবাদ খানের বল আঘাত হানে বাংলাদেশ অধিনায়কের প্যাডে। খানিকটা অপেক্ষা আউট দিয়ে দেন মাঠের আম্পায়ার।
সাকিব সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়েছিলেন। বলটা সাকিবের বুটে লেগেছিল। তবে আল্ট্রা এজে দেখাচ্ছিল একটা স্পাইক।
তবে টিভি আম্পায়ারের কথা ছিল, সেই স্পাইকটা ব্যাটের মাটি ছোঁয়ার স্পাইক। যদিও ইমপ্যাক্ট ছিল তিন মিটারের বাইরে। সব মিলিয়ে সাকিবকে খানিকটা হতাশই দেখাচ্ছিল।
ফেরার আগে আম্পায়ারের সঙ্গে আবারও কথা বলেন তিনি। তবে কাজ হয়নি শেষমেশ। সাকিবকে ফিরতে হয় শূন্য রানেই। সাকিবের আউট নিয়ে সমালোচনা তৈরি হয়ে নানা মহলে।
সাকিবের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে লেখেন, ‘একেবারে জঘন্য সিদ্ধান্ত। নরকে যাও।’
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ