ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

দ. আফ্রিকার প্রয়োজন ১৫৯ রান

প্রকাশনার সময়: ০৬ নভেম্বর ২০২২, ০৭:৪৩ | আপডেট: ০৬ নভেম্বর ২০২২, ০৮:২২

নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জিতলে পারলে সেমিফাইনাল নিশ্চিত। এমন এক ম্যাচে ডাচরা দক্ষিণ আফ্রিকার সামনে ঝুলিয়ে দিয়েছে ১৫৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য। সেমিফাইনাল নিশ্চিত করতে এখন ১৫৯ করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

রোববার (৬ নভেম্বর) টস জিতেই দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

ডাচ ইনিংস শুরুর পর দুই ওপেনার স্টেফান মাইবার্গ আর ম্যাক্স ওডাউড মিলে শুরুটা দুর্দান্তই করেছিলেন। পাওয়ারপ্লের ছয় ওভারে তুলে ফেলেছিলেন ৪৮ রান। মাইবার্গ আর ওডাউডের এই জুটি থামে ৫৮ রানে।

এরপরই তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২টি করে চার আর ছক্কায় ১৯ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি, তাতে ডাচ ইনিংস পায় বড় রানের দিশা। দলীয় ৯৭ রানে ওডাউড ফেরেন ৩১ বলে ২৯ রান করে, ১১২ রানে ফেরেন কুপারও।

তার বিদায়ের পর আবারও গতি হারিয়েছিল ডাচরা। শেষ পর্যন্ত ডাচরা পেয়ে যায় ১৫৮ রানের লড়াকু পুঁজি।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ