শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

কাতার বিশ্বকাপ দেখা যাবে টিকিট ছাড়াই!

প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২২, ১৯:২৪ | আপডেট: ১৫ নভেম্বর ২০২২, ১৫:১১
ছবি: সংগৃহীত

আগামী ২০ নভেম্বরে পর্দা উঠছে বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ। তার আগে অভাবনীয় সুখবর ফুটবলপ্রেমীদের জন্য। কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ দেখা যাবে টিকিট ছাড়াই।

আয়োজকরা জানিয়েছেন, যারা বিদেশ থেকে বিশ্বকাপের খেলা দেখতে আসবেন, তাদের কাছে টিকিট থাকা বাধ্যতামূলক নয়। শুধু তাই নয়, আগামী ২ ডিসেম্বর থেকে টিকিট ছাড়াই সমর্থকরা খেলা দেখার সুযোগ পাবেন।

তবে সেক্ষেত্রে সমর্থকদের অবশ্যই একটি হায়া কার্ড বানাতে হবে। এটি টুর্নামেন্ট আইডেন্টিফিকেশন ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা হবে। এই কার্ডটি থাকলে টিকিটের প্রয়োজন হবে না সমর্থকদের।

এক অনুষ্ঠানে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাবর হামুদ জাবর আল নুয়াইমি জানান, কাতারের টিকিটবিহীন ভক্তরা ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের পর কাতারে প্রবেশ করতে পারবেন। টিকিটবিহীন ভক্তরা বৃহস্পতিবার থেকেই তালিকাভুক্ত প্রয়োজনীয়তা অনুসারে হায়া প্ল্যাটফর্ম বা হায়া মোবাইল অ্যাপের মাধ্যমে কাতারে প্রবেশের জন্য তাদের হায়া কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

প্রথমবারের মতো ফুটবলের সবচেয়ে বড় আসরের আয়োজক হয়েছে কাতার। সাজ সাজ রবে মুখরিত মধ্যপ্রাচ্যের দেশটি। বিশ্বকাপে বিদেশ থেকে এক দশমিক দুই মিলিয়নের কাছাকাছি সমর্থক খেলা দেখতে আসার সম্ভাবনা রয়েছে।

বিশ্বকাপ ঘিরে সব চেয়ে বেশি চাহিদা রয়েছে বাসস্থানের। হোটেল, অ্যাপার্টমেন্ট, ক্রুজ শিপ এবং ক্যাম্পসাইটের। গ্রুপ স্টেজের ম্যাচগুলো টিকিটের চাহিদা সব চেয়ে বেশি। সমর্থকদের অনুরোধ করা হয়েছে, কাতারের প্রতিবেশী দেশগুলোতে থাকতে। সেখান থেকেই খেলা দেখার জন্য যাতায়াত করতে বলা হয়েছে।

তবে ছোট শহরে চাপ কম পড়বে। যখন ৩২টির মধ্যে মাত্র ১৬টি দেশের খেলা পড়বে, তখন এই চাপ খানিক কমতে পারে। বিশ্বকাপের এই নক আউট পর্ব শুরু হবে ৩ ডিসেম্বর থেকে। ফাইনাল ১৮ ডিসেম্বর।

সুইজারল্যান্ডের পরে কাতারই হয়ত একমাত্র ক্ষুদ্রতম দেশ, যেখানে বিশ্বকাপ আয়োজন হচ্ছে। দোহার আটটি স্টেডিয়ামে বাস এবং মেট্রো করে পৌঁছানো যাবে। এছাড়াও, কাতার এয়ারওয়েজ এরইমধ্যে নিজেদের গ্রাহকদের জন্যে বিমান পরিষেবা থেকে হোটেল, টিকিট সব কিছুরই ব্যবস্থা করছে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ