ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

২৩ নভেম্বর শুরু হচ্ছে আবুধাবি টি-১০ এর ষষ্ঠ আসর

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২২, ১৬:২১

আগামী ২৩ নভেম্বর শুরু হতে যাচ্ছে দুবাই টি-১০ টুর্নামেন্টের ষষ্ঠ আসর। আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধন হতে যাওয়া ক্রিকেটের সবচেয়ে ছোট এই সংস্করণে অংশ নেবে ৮ টি দল। অংশ নেওয়া দলগুলো হলো— বাংলা টাইগার্স, ডেকান গ্লাডিয়েটরস, দুইবারের ফাইনালিস্ট দিল্লি বুলস, দুইবারের চ্যাম্পিয়ন নর্দান ওয়ারিয়র্স, টিম আবুধাবি, চেন্নাই ব্রেভস ও নতুন দুই দল মরিসভিলে স্যাল্প আর্মি এবং নিউইয়র্কে স্ট্রাইকারস।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কিয়েরন পোলার্ডের নিউইয়র্ক স্ট্রাইকারস ও সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। ম্যাচটি শুরু হবে ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

লিগ স্টেজের শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল কোয়ালিফায়ার-১ এ মুখোমুখি হবে। জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে।

প্রথম কোয়ালিফায়ারে হারা দল খেলবে পয়েন্ট তালিকার ৩ ও ৪ নম্বর দলের মধ্যে অনুষ্ঠিত হওয়া এলিমিনেটর ম্যাচে জয়ী দলের সাথে। ৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ছয়টায় শুরু হবে ফাইনাল খেলা। ম্যাচ শেষে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন।

আবুধাবি টি-১০ এর স্বত্বাধিকারী ও চেয়ারম্যান শাজি উল মুল্ক বলেন, ষষ্ঠ আসরের খেলা শুরু করতে আমরা মুখিয়ে আছি। ১২ দিনের এই টুর্নামেন্টে ৩৩টি উত্তেজনাপূর্ন ম্যাচ অনুষ্ঠিত হবে। এটিই হবে সবচেয়ে আকর্ষণীয় মৌসুম।

আবুধাবি ক্রিকেট এন্ড স্পোর্টস হাব এর সিইও ম্যাট বাছার বলেন, আবুধাবি টি-১০ আরব আমিরাতের সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট। এবারও সেটাই হতে চলেছে।

আবুধাবি টি-১০ আইসিসি স্বীকৃত আরব আমিরাত ক্রিকেট বোর্ড আয়োজিত বিশ্বব্যাপী জনপ্রিয় একটি টুর্নামেন্ট। টুর্নামেন্টে একটি দল প্রতি ইনিসের ৯০ মিনিটে ১০ ওভার খেলার সুযোগ পায়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ