টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে ১৬৭ রান করেছে নিউজিল্যান্ড।
শনিবার (২৯ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুপুরে কুড়ি ওভারের খেলায় শ্রীলঙ্কাকে ১৬৮ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড।
এদিকে লঙ্কান বোলিং তোপে ১৫ রানে হারায় টপ অর্ডারের তিন ব্যাটারকে। দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে ১ রান করে যোগ করে ফিরে যান। তিনে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসন ৮ রান করে আউট হন।
দলের ওই বিপর্যয়ে হাল ধরেন গ্লেন ফিলিপস ও ডার্লি মিশেল। তারা ৮৪ রানের জুটি গড়েন। যাতে মিশেল ২৪ বলে যোগ করেন ২২ রান। তবে অন্য প্রান্তে থাকা ফিলিপস রীতিমতো ঝড় শুরু করেন। তিনি শেষ ওভারে ফিরে যাওয়ার আগে ৬৪ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। দশটি চারের সঙ্গে চারটি ছক্কার শট তোলেন তিনি। তার ব্যাটে ভর করেই ভালো সংগ্রহ পেয়েছে কিউইরা।
আজ লঙ্কানদের সেরা বোলার রাজিথা। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৩ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন ধনঞ্জয়া, থিকশানা, হাসারাঙ্গা ও লাহিরু কুমারা।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ