ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

১৫ হাজার ডলারে প্রবাসীদের সঙ্গে ছবি তোলেন সাকিব!

প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২২, ১৭:০৩

এখন পর্যন্ত বাইশ গজের বিশ্বকাপে তেমন নজরকাড়া পারফরম্যান্স উপহার দিতে না পারলেও মাঠের বাইরে ঠিকই একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন বাংলাদেশ কাপ্তান সাকিব আল হাসান। নেতিবাচক সংবাদ যেন পিছুই ছাড়ছে না তার। তবে এবার শুধু সাকিব একাই নয়, এবারের বিতর্কে সাকিবের সঙ্গী তাসকিন আহমেদও। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিসিবির নিষেধাজ্ঞা অমান্য করে বিশ্বকাপ চলাকালীন এক অনুষ্ঠানে যোগ দেয়া নিয়ে।

জানা গেছে, গত ২৫ অক্টোবর বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে সিডনিতে যায় বাংলাদেশ। সেদিনই স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ক্রিকেটারদের জন্য এক সংবর্ধনার আয়োজন করে সিডনিতে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের একটি সংগঠন।

প্রথমে দলের অধিকাংশ ক্রিকেটার সেই আয়োজনে অংশ নেয়ার কথা থাকলেও বিসিবি’র আপত্তিতে প্রায় সবাই না যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে সেই সিদ্ধান্ত উপেক্ষা করে অধিনায়ক সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ অংশ নেন সেই আয়োজনে।

শোনা যায়, সেই আয়োজনে অংশ নিয়েছিলেন তারা অর্থের বিনিময়ে। ১৫ হাজার ডলার সম্মানী নিয়ে প্রবাসী বাংলাদেশীদের সাথে ছবি তুলেছেন তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই পরিচালক জালাল ইউনুস ও খালেদ মাহমুদ সুজনের আপত্তি উপেক্ষা করে তাসকিন আহমেদকে অনুষ্ঠানে নিয়ে গেছেন সাকিব। সেদিনই (মঙ্গলবার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দলবল নিয়ে সিডনিতে পৌঁছান। বিসিবির ওই দুই পরিচালক বিষয়টি বোর্ড সভাপতিকে অবহিত করেন।

এমন শৃঙ্খলা ভাঙায় সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা, জানতে চাওয়া হলে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা অনুষ্ঠানটি বাতিল করেছিলাম। সাকিবকে যেতে নিষেধ করা হলেও শোনেনি। বিষয়টি বোর্ড জানে। বিশ্বকাপ শেষে যা করার করা হবে।’

আরও একটি গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘আমরা তো মানা করেছিলাম অনুষ্ঠানটা করতে। তারপরও কেন করল জানি না। আর ওদেরই জিজ্ঞেস করে দেখুন, ওরা কেন গেল। আমরা ওদের যেতে বলিনি।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ