ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

প্রকাশনার সময়: ২৭ অক্টোবর ২০২২, ১২:০৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২, ১২:৪৮

প্রোটিয়াদের বিরুদ্ধে ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে লণ্ডভণ্ড হয়ে গেল বাংলাদেশ। পাওয়ারপ্লেতেই খুইয়ে বসল ৪ উইকেট। এর পর খুব দ্রুত পড়ল আরও দুই উইকেট। অবশ্য সূচনাটা ভালো করেছিলেন সৌম্য সরকার আর নাজমুল হোসেন। প্রথম ওভারে সৌম্য হাঁকিয়েছিলেন দুই ছক্কা। তবে দুই ছয়ের বিনিময়ে ১৫ রান করে আনরিখ নরকিয়া বলে ফিরে গেছেন এই ওপেনার।

সৌম্য ফিরে যাওয়ার দুই বল পরই ফিরে যান নাজমুল হোসেন শান্ত। এদিন মোটে ৯ রান করেন বাঁহাতি এই ওপেনার। নরকিয়ার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি।

টাইগারদের তৃতীয় উইকেটটাও গেছে নরকিয়ার দখলেই। সাকিব আল হাসানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

পাওয়ারপ্লের শেষ ওভারে রাবাদাকে মিড অফের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন আফিফও। তাতে বাংলাদেশ পাওয়ারপ্লেতে ৪৭ রান তুলতেই খুইয়ে ফেলে ৪ উইকেট। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে ৭১ রান।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ