ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

রুসোর আগ্রাসী ব্যাটিং তাণ্ডব 

প্রকাশনার সময়: ২৭ অক্টোবর ২০২২, ০৯:৫৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২, ১১:৪৬

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার তেম্বা বাভুমাকে হারায় দক্ষিণ আফ্রিকা। তাসকিন আহমেদের বলে নুরুল হাসান সোহানের হাতে প্রথম ওভার শেষে ক্যাচ তুলে ২ রান সংগ্রহ করে বিদায় নেন তিনি। তারপরও দক্ষিণ আফ্রিকার রানের গতি থামানো গেলো না। রাইলি রুশো আর কুইন্টন ডি কক রীতিমত ঝড় বইয়ে দিলেন তাসকিন-মিরাজদের ওপর দিয়ে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫.৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৬০ রান। এরপর বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর আবার মাঠে ফিরেছে খেলোয়াড়রা।

এদিকে ম্যাচের তৃতীয় ওভারে তাসকিনের কাছ থেকে ২১ রান তোলার পর আরো চড়াও হন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। পরের ওভারে হাসান মাহমুদকে পরপর দুই বলে ছয় ও চার মারেন রাইলি রুসো। ওভারটি থেকে বাংলাদেশ দেয় ১১ রান।

পঞ্চম ওভারে মেহেদী হাসান মিরাজের বল থেকে দুটি ছয় আদায় করেন রুসো। প্রোটিয়ারা তোলে ১৬ রান। রুসো ১৭ বলে ৩৫ ও কুইন্টন ডি কক ১২ বলে ২১ রানে অপরাজিত।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ