ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

টস হেরে ফিল্ডিংয়ে সাকিবরা 

প্রকাশনার সময়: ২৭ অক্টোবর ২০২২, ০৮:৫০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২, ০৮:৫৮

বৃষ্টির আশঙ্কা থাকলেও সিডনির আকাশে সূর্যের ঝলক দেখা দিয়েছে। ইতোমধ্যেই পিচ খেলার জন্য প্রস্তুত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন ইয়াসির আলি রাব্বি, তার জায়গায় এসেছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ দল : সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাইলি রোসো, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, তাবরেজ শামসি।

প্রসঙ্গত, এদিকে বৃষ্টি পিছু ছাড়ছে না এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচের পর বুধবার আফগানিস্তান ও নিউ জিল্যান্ডের ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি হয়। এবারের বিশ্বকাপের গ্রুপ ২-এ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে নেদারল্যান্ডসকে। যার ফলে বর্তমানে ২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে গ্রুপের শীর্ষে। অন্যদিকে এক পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ