পাকিস্তানের বিপক্ষে ৫৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় বিরাট কোহলির করা অপরাজিত ৮২ রানের ইনিংসে ভর করে ম্যাচটি ভারত জিতে যায়।
ওই ইনিংসের ফলে এবার আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়েও উন্নতি করলেন ভারতের সাবেক অধিনায়ক। ৬৩৫ রেটিং পয়েন্ট নিয়ে ১৫তম অবস্থান থেকে উঠে এলেন ৯-এ।
এদিকে শীর্ষে থাকা পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে পেছনে ফেলার অপেক্ষায় আছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ৫৮ বলে ৭ চার ও ২ ছক্কায় করেছিলেন অপরাজিত ৯২ রান। সেই ইনিংসের সুবাদে তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তার রেটিং পয়েন্ট ৮৩১। অন্যদিকে শীর্ষে থাকা রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮৪৯।
ভারতের সূর্যকুমার যাদব আছেন তৃতীয় স্থানে। তার রেটিং পয়েন্ট ৮২৮। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আছেন চতুর্থ স্থানে। তার রেটিং পয়েন্ট ৭৯৯ । দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম পঞ্চম, ইংল্যান্ডের দাওয়িদ মালান ষষ্ঠ, অস্ট্রেলিয়ার অ্যারোন ফিঞ্চ সপ্তম, শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা অষ্টম ও দশম স্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ