ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রকাশনার সময়: ২৪ অক্টোবর ২০২২, ১৩:৪০ | আপডেট: ২৪ অক্টোবর ২০২২, ১৪:০৭

টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে জয় দিয়েই দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ। সোমবার (২৪ অক্টোবর) নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানে জয় তুলে নেয় টাইগাররা।

সকালে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। পাওয়ার প্লেতে দারুণ শুরু পেলেও মিডেল ওভারে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে শেষ দিকে আফিফ হোসেনের ব্যাটে ভর করে করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করেছে সাকিব আল হাসানের দল।

জবাবে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় নেদারল্যান্ডস। ইনিংশের প্রথম ওভারে স্পিপস্টার তাসকিন আহমেদের জোড়া সাফল্যের পর সাকিব আল হাসানের ওভারে আরও দুটি উইকেট পায় বাংলাদেশ।টাইগার কাপ্তানের বোলিংয়ে একই ওভারে দুই ব্যাটসম্যান হন রান আউট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩৫ রানে আল আউট নেদারল্যান্ডস।

১৫ রানে ৪ উইকেট হারানোর পরে সাকিবদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন কলিন অ্যাকারম্যান ও অধিনায়ক স্টুয়ার্ট এডওয়ার্ডস। তবে প্রতিরোধ ভাঙেন টাইগার ক্যাপ্তান নিজেই।

১২তম ওভারে বল হাতে নিয়ে সাকিব আল হাসান পান নিজের প্রথম উইকেট। নেদারল্যান্ডস অধিনায়ক স্টুয়ার্ট এডওয়ার্ডসকে ব্যাকওয়ার্ড পয়েন্টে হাসান মাহমুদের ক্যাচ বানান বাংলাদেশের অধিনায়ক। ২৪ বলে ১৬ রান করেন এই ডাচ ব্যাটসম্যান। ভাঙেন কলিন অ্যাকারম্যানের সঙ্গে ৪৪ রানের জুটি।

এরপর টিম প্রিঙ্গেলের মিডল ও লেগ স্টাম্প ভেঙে দেন হাসান। ৬ বল খেলে ১ রানে বিদায় নেন প্রিঙ্গেল। ১৩তম ওভারের পঞ্চম বল হওয়ার পর বৃষ্টি নামে। তাতে খেলা সাময়িকভাবে বন্ধ থাকে।

তবে ‍কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যায় হোবার্টের আকাশ। পুনরায় শুরু হয় খেলা। খেলার শুরুর পরে হাসানের দ্বিতীয় শিকার হন লোগান ফন বিক।

এরপর শেষ ওভারে আবারও জোড়া আঘাত হানেন তাসকিন। শারিজ আহমেদের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন তিনি। পঞ্চম বলে শর্ট বলে তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন। অ্যাকারম্যান ফিরেছেন ৪৮ বলে ৬২ রান করে, তাসকিন পেয়েছেন চতুর্থ উইকেট। শেষে ডাচদের ইনিংসের ইতি টানেন সৌম্য সরকার।

বাংলাদেশের পক্ষে তাসকিন ৪ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। হাসান মাহমুদ ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে নেন ২ উইকেট। এছাড়াও টাইগার ক্যাপ্তান ৪ ওভারে ৩২ রান খুইয়ে নেন ১ উইকেট। মোস্তাফিজ ৪ ওভার বল করে ১৯ রান দিলেও পাননি কোন উইকেট।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ