ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতবে বাংলাদেশ’

প্রকাশনার সময়: ২১ অক্টোবর ২০২২, ২০:৪০ | আপডেট: ২১ অক্টোবর ২০২২, ২০:৪৪
ছবি - সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত তিনটা ম্যাচ বাংলাদেশ জিতবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের গলফ ইতিহাসের সেরা খেলোয়াড় সিদ্দিকুর রহমান। শুক্রবার (২১ অক্টোবর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন আশা ব্যক্ত করেন।

সিদ্দিকুর রহমান বলেন, যেহেতু বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট, আমার প্রত্যাশা থাকবে অবশ্যই বাংলাদেশ দল ভালো খেলবে। আমি বিশ্বাস করি দল যদি তাদের খেলাটা খেলতে পারে তাহলে অবশ্যই একটা সম্মানজনক পজিশনে পৌঁছাতে পারবে। যদিও আমাদের গ্রুপটা সহজ নয় ভারত-পাকিস্তানের মতো শক্ত প্রতিপক্ষ রয়েছে। তারপরেও আমার মনে হয় অন্তত তিনটা ম্যাচ জিতবে বাংলাদেশ।

এদিকে বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশের গ্রুপে আগে থেকেই ছিল পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপ রানার্সআপ নেদারল্যান্ডস ও ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে তাদের সঙ্গে খেলবে।

আগামী ২৪ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডাচদের মুখোমুখি হবে বাংলাদেশ। হোবার্টে খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। টাইগারদের দুই জয়ের বিপরীতে নেদারল্যান্ডসের জয় একটিতে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ