ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত

প্রকাশনার সময়: ১৮ অক্টোবর ২০২২, ২১:৫১

২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। বার্ষিক সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলীর অধ্যায় শেষ ও রজার বিনির দায়িত্বগ্রহণের দিনে জানানো হয়, আগামী এশিয়া কাপ যেন পাকিস্তান থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে নেয়া হয়, সেজন্য দাবি জানাবে বিসিসিআই।

সভায় বিসিসিআই সাধারণ সম্পাদক আর এশিয়ান ক্রিকেটের সভাপতি জয় শাহ জানান, নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্টটি সরানোর জন্য দাবি জানানো হবে। তিনি বলেন, পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে আমাদের সরকারের নীতি রয়েছে। সেখান থেকে ছাড়পত্র পেতে হবে। সামনের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা রয়েছে। আসরটি নিরপেক্ষ ভেন্যুতে নিয়ে যাওয়া নিয়ে চেষ্টা করা হবে।

অন্যদিকে, বোর্ডের ৯১তম বাষিক সাধারণ সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদ ছাড়লেন সৌরভ গাঙ্গুলী। তার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন রজার বিনি। ৮৩’র বিশ্বকাপ জয়ী দলের সদস্য বিনি, ৬৭ বছর বয়সে সভাপতি হলেন বেশ নাটকীয়ভাবেই। গুঞ্জন আছে, বিজেপির সাথে রাজনৈতিক হিসাবনিকাশ না মেলায় সরে যেতে বাধ্য হন প্রিন্স অফ ক্যালকাটা।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ