ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিসিবির বিরুদ্ধে স্ট্যাটাস, নিষিদ্ধ হলেন পেসার রানা

প্রকাশনার সময়: ১৭ অক্টোবর ২০২২, ২২:৫২

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবির বিরুদ্ধে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে স্ট্যাটাস দেয়ায় এক মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন পেসার মেহেদী হাসান রানা।

সোমবার (১৭ অক্টোবর) রানার শাস্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবির বিরুদ্ধে গত ১১ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি লেখার কারণে তাকে এক মাসের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূত্র জানায়, ‘তাকে এক মাস খেলার বাইরে থাকতে বলা হয়েছে। এই সময় মানসিকভাবে ঠিক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চাইলে এটাকে নিষেধাজ্ঞাও বলতে পারেন।’

এর আগে এক দীর্ঘ স্ট্যাটাসে এখনও জাতীয় দলে খেলতে না পারায় নিজের হতাশা প্রকাশ করেন রানা। এর মধ্যে একজন নির্বাচককেও দায়ী করেন তিনি। পরে অবশ্য বিতর্কিত পোস্টটি ডিলিট করে দেন রানা। আরেকটি পোস্টে তিনি জানান, ওই স্ট্যাটাসটির দেওয়ার সময় জাতীয় লিগের ম্যাচ খেলতে তিনি মাঠেই ছিলেন। তার পেজের এডমিন প্যানেল অতি উৎসাহী হয়ে নির্বাচক ও বিসিবিকে দায়ী করে পোস্ট দেয় বলে দাবি করেন রানা।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ