ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শ্রীলঙ্কাকে উড়িয়ে চ্যাম্পিয়ন ভারত

প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২২, ১৬:৩৫
ছবি - সংগৃহীত

শ্রীলঙ্কাকে উড়িয়ে নারী এশিয়া কাপে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (১৫ শনিবার) লঙ্কানদের মাত্র ৬৫ রানে আটকে দিয়ে ৮ উইকেট আর ৬৯ বল হাতে রেখে জিতেছে স্মৃতি মান্ধানার দল।

এর আগে ৯ উইকেটে ৬৫ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। ২৫ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসা দলটির জন্য এই পর্যন্ত যাওয়াও কঠিন ছিল। দশ নম্বর ব্যাটার ইনোকা রানাভিরা ২২ বলে অপরাজিত থাকেন ১৮ রানে। রান তাড়ায় নেমে মাত্র ৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে ভারত।

ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে মাত্র ৭ রান করে ভারত। তাও আসে মান্ধানার কাভারে হাঁকানো দারুণ চারে। পরের ওভারে এক ছয় এক চারে দেন ঝড়ের ইঙ্গিত। চতুর্থ ও পঞ্চম ওভারে শেফালি বর্মা (৫) ও জেমিমাহ রদ্রিগেজ (২) আউট হলেও সেটা বুঝতেই দেননি মান্ধানা। দারুণ দারুণ চার ছয়ে মাতিয়ে রাখেন এই ব্যাটার। হাঁটু গেড়ে দারুণ ছয়ে ভারতকে এনে দেন ট্রফি। মাত্র ২৫ বলে ৫১ রান করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার ১৮তম ফিফটি।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল রেনুকা সিং। মাত্র ৫ রানেই ৩ উইকেট শিকার করেছেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন রাজেশ্বরী গায়াকদ আর স্নেহ রানা।

এশিয়া কাপের ফাইনালে আগে ব্যাটিং করে সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে শ্রীলঙ্কা। এর আগে ফাইনালে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল ভারতের। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করে ভারত ৮১ রানে অলআউট হয়েছিল।

উল্লেখ্য, ভারত এশিয়া কাপে এবার নিয়ে সপ্তম শিরোপা ঘরে তুলেছে। একবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ