লিওনেল মেসির দুর্দান্ত এক গোলের পরও বেনফিকাকে হারাতে পারলো না পিএসজি।
বুধবার (০৫ অক্টোবর) রাতে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে মেসি-নেইমার-এমবাপ্পেরা।
দুই দলই আগের ম্যাচে জয় নিয়ে মাঠে নেমেছিল প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে। আক্রমণাত্মক ফুটবলে জমেও উঠেছিল ম্যাচ। অবশ্য প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকে পিএসজি। তবে পরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি করে বেনফিকা।
ম্যাচের ২১তম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। এমবাপ্পেকে বল বাড়িয়ে ডি-বক্সের দিকে ছুটে যান মেসি। এমবাপ্পে বল দেন ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। তিনি আবার পাস করেন ডি-বক্সে। বাকি কাজ নিপুণভাবে সম্পন্ন করেন আর্জেন্টিনার অধিনায়ক। চলতি আসরে লিওনেল মেসির দ্বিতীয় গোল এটি।
প্রথমার্ধের ৪১ মিনিটে সমতায় ফেরে বেনফিকা। আত্মঘাতী ওই গোলের বাইরেও পর্তুগিজ ক্লাবটি দারুণ আক্রমণ করে খেলেছে। বলের দখলে পিছিয়ে থাকলেও গত মৌসুমে গ্রুপ পর্বে বার্সাকে বিদায় করে দেয়া দলটি পিএসজির গোলমুখে ছয়টি ভালো শট নিয়েছে। পিএসজি অবশ্য সাতবার গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ