ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

থাইল্যান্ডকে উড়িয়ে জ্যোতিদের এশিয়া কাপ শুরু

প্রকাশনার সময়: ০১ অক্টোবর ২০২২, ১৩:১৪

নারী এশিয়া কাপের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। আসরের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৫০ বল হাতে রেখেই ৯ উইকেটে বিশাল জয় পেয়েছে স্বাগতিকরা।

শনিবার (০১ অক্টোবর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে থাই মেয়েরা ১৯.৪ ওভারে ৮২ রানে অলআউট হয়। রান তাড়া করতে নেমে মাত্র ১১.৪ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিগার সুলতানা জ্যোতির দল।

৩০ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন শামীমা। ১০টি চারের মারে তার ইনিংসটি সাজানো ছিল। সুলতানা যখন ঝড় তুলছিলেন তখন অপর প্রান্তে সঙ্গ দিয়ে গেছেন ফারজানা পিংকি।

শামীমার আউটের পর অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে ম্যাচ শেষ করে আসেন পিংকি। ২৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। ছক্কা মেরে ম্যাচের ইতি টানা নিগার সুলতানা অপরাজিত ছিলেন ১০ রানে।

বোলিংয়েও বাংলাদেশের বোলারদের সামলাতে হিমশিম খেয়েছেন থাইল্যান্ড মেয়েরা। ২টি করে উইকেট নেন সানজিদা আক্তার ও সোহেলী আক্তার। তবে দিনের সেরা বোলার লেগ স্পিনার রুমানা আহমেদ। ৩ ওভারে ৯ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুমানা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ