ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

এবারের বিপিএলে যেসব দল খেলবে

প্রকাশনার সময়: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৩

দল বাড়ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। এ তালিকায় গতবারের ছয়টি দলের পরিবর্তে দলের সংখ্যা দাঁড়াচ্ছে সাতটি।

রোববার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে পরবর্তী তিন আসরের ফ্র্যাঞ্চাইজিগুলোর ৭ দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবার বসুন্ধরা গ্রুপের মালিকায় রংপুর দল গঠন করেছে। এ ছাড়াও দল রয়েছে বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল থেকে।

বরিশাল ফরচুন বরিশাল স্পোর্টস লি., খুলনা মাইন্ডট্রি লি., ঢাকা প্রগতি গ্রিন অটো রাইস মিলস লি., সিলেট ফিউচার স্পোর্টস বাংলাদেশ লি., রংপুর টগি স্পোর্টস লি. (বসুন্ধরা গ্রুপ), চট্টগ্রাম ডেল্টা স্পোর্টস লি., কুমিল্লা কুমিল্লা লিজেন্ডস লিমিটেডের অধীনে দল গঠন করেছে।

সূচি অনুযায়ী, ২০২৩ সালের ৫ জানুয়ারি বিপিএল শুরু হয়ে শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। পরের আসর শুরু হবে ২০২৪ সালের ৬ জানুয়ারি এবং শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। ২০২৫ সালের ১ জানুয়ারির দিন নির্ধারণ করেছে বিসিবি, যার পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ