দেশে ফিরলেন ১৬ কোটি বাংলাদেশিকে উচ্ছ্বাসে ভাসানো সাবিনা-সানজিদা-কৃষ্ণারা।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে লাল-সবুজের মেয়েদের বহনকারী বাংলাদেশ বিজি থ্রি ৭২ ফ্লাইট।
এ সময় বিমানবন্দরে সাফের শিরোপা জয়ী সাবিনাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এদিকে বুধবার সকাল থেকেই বিমানবন্দর এলাকায় স্লোগানে মুখর। ফুটবল মাঠে দক্ষিণ এশিয়া জয় করা মেয়েদের বরণ করে নিতে বিমানবন্দরে যেন তিল ধারণের ঠাঁই নেই।
উল্লেখ্য, গত সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নারী সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের মেয়েরা। নারী সাফে এটাই বাংলাদেশের প্রথম শিরোপা।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ