স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরার মুকুট নিয়ে দেশে ফিরেছে লাল-সবুজের মেয়েরা।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে সাবিনা-কৃষ্ণা-স্বপ্নাদের বহনকারী বাংলাদেশ বিজি থ্রি ৭২ ফ্লাইট। এখন চ্যাম্পিয়ন মেয়েদের বরণ করে নেয়ার পালা।
সাফ নারী চ্যাম্পিয়ন দলকে বরণ করতে প্রস্তুত ছাদ খোলা বাস। বিআরটিসির দ্বিতল বিশিষ্ট বাসের ছাদ ফেলে সানজিদা-সাবিনা খাতুনদের আশা পূরণ করা হচ্ছে। বাসের প্রাথমিক রুট ঠিক হয়েছে- বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবন। বাফুফে ভবনে আরেক দফা বরণ করা হবে সাবিনাদের।
উল্লেখ্য, নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত ফাইনালে চারবারের ফাইনালিস্ট নেপালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবার সাফের শিরোপা জিতেছে লাল-সবুজের মেয়েরা। এর আগে একবার ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে হয় স্বপ্নভঙ্গ। এবার আর তা হয়নি। টুর্নামেন্টের শুরু থেকে কর্তৃত্ব দেখিয়ে দক্ষিণ এশিয়ার সেরার মুকুট ছিনিয়ে আনেন লাল-সবুজের মেয়েরা।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ