ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

১ লাখ করে টাকা পাচ্ছে সাফজয়ী ৩ ফুটবলার

প্রকাশনার সময়: ২০ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৭

বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতার পর বিজয়ী দলে থাকা খাগড়াছড়ির ৩ ফুটবলার ও একজন সহকারী কোচকে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র দাশ বিশ্বাস এ ঘোষণা দেন।

৪ জন হলেন, খেলোয়াড় মনিকা চাকমা, আনুচিং মগিনী, আনাই মগিনী এবং সহকারী কোচ তৃষ্ণা চাকমা।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র দাশ বিশ্বাস বলেন, এটা আমাদের ঐতিহাসিক অর্জন। গত কয়েক বছর ধরে আমাদের ছেলেদের হোঁচট খাচ্ছে, সেখানে আমাদের মেয়েরা গৌরবের সাথে নানা অর্জনের মাধ্যমে সম্ভাবনা বারবার প্রমাণ করে দিচ্ছে। তাদের পাশে দাঁড়ানোর এখন সময়। জেলা প্রশাসক হিসেবে তাদের পাশে দাঁড়ানোটাকে বিশাল সুযোগ মনে করছি।

উল্লেখ্য, সোমবার কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। এমন দুর্দান্ত জয় আনন্দ উল্লাসে উদযাপন করেছে গোটা দেশ।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ