ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাহমুদউল্লাহ বাদ পড়ায় ক্ষোভ ঝাড়লেন স্ত্রী

প্রকাশনার সময়: ১৪ সেপ্টেম্বর ২০২২, ২১:১৬

মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্বকাপ দলে রাখা হবে কি হবে না- তা নিয়েই কয়েকদিন ধরে সরগরম ছিলো দেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেট ভক্তদের আলোচনার শীর্ষে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে, শেষ পর্যন্ত রিয়াদকে ছাড়াই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এ ঘটনায় রিয়াদের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, নিজেকে সামাল দিতে পারেননি রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চাপা ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

তার মতে, বাংলাদেশে সবসময়ই যোগ্য লোকদের অবমূল্যায়ন করা হয়। এবারও তাই হয়েছে। সরাসরি কারও নাম উল্লেখ না করে, ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসে নিজের ফেসবুক প্রোফাইলে মিষ্টি লিখেছেন, এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না, হবেও না!

মুহূর্তেই ভাইরাল হওয়া তার সেই স্ট্যাটাসে মন্তব্যের ঘরে মিষ্টির আপন ছোট বোন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি লিখেছেন, আরে নাহ! তাদের দলে এখন অনেক হার্ড হিটার রয়েছে। বলে বলে ছয় আর ছয়।

উল্লেখ্য, নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের পরামর্শ নিয়ে টিম ম্যানেজমেন্টের সর্বসম্মতিক্রমেই মাহমুদউল্লাহকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার ভাষ্য, মাহমুদউল্লাহ রিয়াদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। সে অনেক ভালো ভালো ম্যাচ জিতিয়েছে।

নান্নু আরও বলেন, আমাদের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট এসেছে, একটা পরিকল্পনা আমাদের দিয়েছে। আগামী এক বছরের জন্য যে পরিকল্পনাটা নিয়ে আমরা আগাচ্ছি একটা আলাদা ডিরেকশনে। টিম ম্যানেজমেন্টের সবার সম্মতিক্রমে রিয়াদকে বাদ দেওয়া হয়েছে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ