ঢাকা, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতের সঙ্গে লড়াই করেই হারল হংকং

প্রকাশনার সময়: ৩১ আগস্ট ২০২২, ২৩:৫২

এশিয়া কাপে টানা দ্বিতীয় জয়ে সুপার ফোরে ভারত। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় তারা। বুধবার (৩১ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে হংকংকে ৪০ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করলো রোহিত শর্মার দল।

ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষেও ১৫১ রান করেছে হংকং। যদিও তাদের হারতে হয়েছে ৪০ রানের ব্যবধানে। ১৯৩ না হয়ে রানের টার্গেটটা আরও কম হলে হয়তো জিতেই যেতো বাছাই পর্ব খেলে এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেয়া দলটি।

এদিকে, এ জয়ের ফলে টানা দুই জয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত। আগের ম্যাচে তারা হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৯৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সঠিক পথেই ছিল খর্বশক্তির হংকং। পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে ৫২ রান তোলে তারা। এর মধ্যে আর্শদীপ সিংয়ের করা ইনিংসের ষষ্ঠ ওভারে ১৭ রান নেয় হংকং।

এরপর থেকেই কিছুটা করে ব্যাকফুটে চলে যেতে থাকে হংকং। ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তারা তোলে ৬৫ রান। এ পর্যায়ে এসে ১ উইকেট হারিয়ে ভারত তুলেছিল ৭০ রান।

শেষ পর্যন্ত সব কটি ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান করে হংকং। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন বাবর হায়াত। ৩০ রান আসে কিঞ্চিং শাহের ব্যাট থেকে। শেষ দিকে ফাইট করেছিলেন জিশান আলি ও স্কট ম্যাককিনি। এ দুজনের মধ্যে জিশান ১৭ বলে ২৬ ও ম্যাককিনি ৮ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, রবিন্দ্র জাদেজা ও আভেশ খান।

এর আগে বিরাট কোহলির হাফসেঞ্চুরি আর সূর্যকুমার যাদবের ঝোড়ো ব্যাটে ২ উইকেট হারিয়ে ১৯২ রানের বড় সংগ্রহ পায় ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পায় ভারত।

রোহিত শর্মা আর লোকেশ রাহুলের ৩৮ রানের উদ্বোধনী জুটির পর ক্রিজে আসেন কোহলি। রাহুলকে নিয়ে তিনি গড়েন ৫৬ রানের জুটি। এরপর ৩৬ রানে বিদায় নেন রাহুল। কোহলি বাকিটা পথ পাড়ি দেন সূর্যকুমারকে সঙ্গে নিয়ে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ