ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ম্যানচেস্টার ছেড়ে ন্যাপোলিতে যাচ্ছেন রোনালদো   

প্রকাশনার সময়: ২৯ আগস্ট ২০২২, ০৮:২৬

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে কদিন ধরেই বিশ্ব ফুটবল পাড়ায় গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। তিনি ধারে খেলতে যাচ্ছেন ন্যাপোলিতে। ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে ৬ষ্ঠ হওয়ার কারণে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেনি। যার ফলে রোনালদো ম্যানইউ ছেড়ে যেতে চান।

পর্তুগিজ এই সুপারস্টারের ইচ্ছা, যে করেই হোক চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন এবং সেটা যে কোনো ক্লাবের হলেই হলো। এমন পরিস্থিতিতে নিজের ক্লাব ম্যানইউর কাছে আবেদন জানিয়েছেন, তাকে ছেড়ে দেয়ার জন্য। কিন্তু ম্যানইউ কোচ এরিক টেন হাগ কোনোভাবেই তাকে ছাড়তে রাজি নন।

এদিকে, রোনালদোও নাছোড়বান্দা। ইউরোপের প্রায় সব বড়বড় ক্লাবের সাথে যোগাযোগ করেছেন। কেউই রাজি হলো না তাকে নিতে। শেষ পর্যন্ত ইতালিয়ান ক্লাব ন্যাপোলির দ্বারস্থ হলেন তিনি। অবশেষে সেখান থেকে সুখবরই পেলেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী। স্বপ্নপূরণ হতে যাচ্ছে তার।

ইতালিয়ান পত্রিকা গ্যাজেত্তা দেল্লো স্পোর্ট রিপোর্ট প্রকাশ করেছে, রোনালদোর জন্য এখন ম্যানইউ ছাড়তে পারাটা উন্মুক্ত। তাকে আর আটকাবে না ম্যানইউ। যদিও পুরোপুরি মালিকানা ছেড়ে দিচ্ছে না। রোনালদোকে ধারে ছাড়তে রাজি হয়েছে ম্যানইউ এবং ন্যাপোলিও রাজি হয়েছে ধারে সিআর সেভেনকে তারা দলে নেবে।

দেল্লো স্পোর্ট জানাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই সব চূড়ান্ত হয়ে যাবে এবং রোনালদো আপাতত ম্যানচেস্টার ছেড়ে আবার ইতালিয়ান শহর ন্যাপোলিতে চলে যাবেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ