ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬
ভারত-পাকিস্তান ম্যাচ

অনফিল্ড আম্পায়ার হচ্ছেন বাংলাদেশের মুকুল

প্রকাশনার সময়: ২৭ আগস্ট ২০২২, ০৮:৪২ | আপডেট: ২৭ আগস্ট ২০২২, ০৮:৪৬

এশিয়া কাপের প্রথম ম্যাচেই মাঠে নামছে স্বাগতিক শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার থাকবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। আর ফোর্থ আম্পায়ার থাকবেন গাজী সোহেল। তবে সবার চোখ থাকবে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের দিকে। কারণ দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

সংযুক্ত আরব আমিরাতে আজ শনিবার (২৭ আগস্ট) পর্দা উঠছে এশিয়া কাপের ১৫তম আসরের। 'বি' গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গী বাংলাদেশ। তবে গ্রুপ 'এ' তে রয়েছে ভারত, পাকিস্তান এবং হংকং। সেই গ্রুপ 'এ' -এর প্রথম ম্যাচেই রোববার (২৮ আগস্ট) মাঠে নামছে রোহিত শর্মা এবং বাবর আজমের দল। আর এশিয়া কাপের সেরা ম্যাচের জন্য অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। এ ছাড়া ফোর্থ আম্পায়ার থাকবেন আরেক বাংলাদেশি গাজী সোহেল।

মঙ্গলবার (৩০ আগস্ট) শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ