ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘দ্য হান্ড্রেড’ থেকে সরে দাঁড়ালেন বেয়ারস্টো

প্রকাশনার সময়: ০৪ আগস্ট ২০২২, ০৫:৩৮

গত কয়েকমাস যাবত একাধারে খেলে যাচ্ছেন ইংল্যান্ডের খেলোয়াড় জনি বেয়ারস্টো। দক্ষিণ আফ্রিকার সাথে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের পর বুধবার (৩ আগস্ট) শুরু হচ্ছে 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্ট। তারপর আবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড।

তবে সেই টেস্ট সিরিজের জন্য ‘দ্য হান্ড্রেড’ থেকে সরে দাঁড়ালেন জনি বেয়ারস্টো। একটু বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ৩২ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার।

এবারের আসরে ওয়েলশ ফায়ারের হয়ে খেলার কথা ছিল বেয়ারস্টোর। তবে জাতীয় দলের হয়ে সামনের ব্যস্ত সূচির দিকে তাকিয়ে এখন বিশ্রামকেই উপযুক্ত মনে হয়েছে বেয়ারস্টোর।

ইংল্যান্ডের এই খেলোয়াড় বলেন, আমি সত্যিই হতাশ যে এই বছর ‘দ্য হান্ড্রেড’-এর অংশ হতে পারছি না। গত বছর খেলে দারুণ উপভোগ করেছি, তবে সামনের সময়টা বিরামহীন ব্যস্ততায় কাটবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে তাই খানিকটা বিরতি প্রয়োজন। ওয়েলশ ফায়ার ছেলে ও মেয়েদের দলের জন্য শুভ কামনা। ওদের হয়ে গলা ফাটাব আমি।

বেয়ারস্টোর আগে 'দ্য হান্ড্রেড' থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসও। তবে জো রুট, ওলি পোপদের দেখা যাবে ১০০ বলের এই প্রতিযোগিতায়।

ইংলিশ গ্রীষ্ম শেষেও এবার তুমুল ব্যস্ত সূচি ইংল্যান্ডের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর তারা সফর করবে পাকিস্তানে। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও খেলবে দ্বিপাক্ষিক সিরিজ। পরে সফরে করবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও বাংলাদেশে।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ