ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক কোচ ভেচির চিরবিদায়

প্রকাশনার সময়: ০৪ আগস্ট ২০২২, ০০:৫৩

রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক কোচ ভিলিয়াম ভেচি বুধবার (৩ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্প্যানিশ জায়ান্টরা। ভেচির মৃত্যুতে রিয়াল মাদ্রিদ গভীর শোক প্রকাশ করেছে।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ও এর বোর্ড কর্মকর্তারা ভেচির মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছে। আমরা তার পরিবার-পরিজন, সতীর্থ ও ক্লাবের প্রতি সমবেদনা জানাই। তার আত্মা শান্তিতে থাকুক।

১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন ভেচি। তার খেলোয়াড়ি জীবন কাটে এসি মিলান, কাগলিয়ারি, কোমো ও এসপিএলের জার্সিতে। ইতালি দলের হয়ে না খেললেও অনূর্ধ্ব-২১ দলের প্রতিনিধিত্ব করেন তিনি। এরপর কোচিংয়ে জড়িত হন এ তারকা। ২০১৩ সালে ৬৪ বছর বয়সে রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কোচ হয়ে এসেছিলেন ভেচি। এরপর তিনি কাজ করেছেন ইকার ক্যাসিয়াস, দিয়েগো লোপেজ ও কেইলর নাভাসদের সঙ্গে। তার সময়কালেই লস ব্লাঙ্কোসরা লা ডেসিমা জয় করে। জয় করে কোপা দেল রের শিরোপা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও ইউরোপিয়ান সুপার কাপ। রিয়াল এ ছাড়াও শেষ ম্যাচডে পর্যন্ত লড়ে লা লিগা শিরোপার জন্য।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ