নতুন মৌসুম শুরুর আগেই মেসি-নেইমারদের মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন পিএসজির নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়ের।
ব্রিটিশ ট্যাবলয়েড সান জানিয়েছে, সকাল এবং দুপুরের খাবারের সময় খেলোয়াড়দের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করেছেন ফরাসি চ্যাম্পিয়নদের নতুন কোচ। এছাড়া এই দুই বেলা পিএসজির ট্রেনিং সেন্টারে দলের সব খেলোয়াড়দের একসাথে ভোজন করতে নির্দেশনা দিয়েছেন তিনি।
পিএসজি খেলোয়াড়দের নির্দিষ্ট দিনগুলোতে সকাল ৮.৩০ থেকে ৮.৪৫ মিনিটের মধ্যে অনুশীলনে যোগ দিতে নির্দেশ দিয়েছেন গালতিয়ের। নির্ধারিত সময়ের চেয়ে এক মিনিট দেরিতে উপস্থিত হলেও তাদের সেদিন অনুশীলনে অংশ নিতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নতুন পিএসজি কোচ।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ