ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওয়ানডে থেকে স্টোকসের অবসর ঘোষণা

প্রকাশনার সময়: ১৮ জুলাই ২০২২, ১৮:০৬ | আপডেট: ১৮ জুলাই ২০২২, ১৮:৪২

ওয়ানডে থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। বৃহস্পতিবার (২১ জুলাই) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলে এই ফরম্যাটকে বিদায় জানাবেন তিনি।

টুইটারে এক পোস্টে এ তথ্য জানিয়েছে স্টোকস নিজেই। এছাড়াও এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল স্টোকসের। ব্যাট হাতে তিন সেঞ্চুরিসহ ২৯১৯ রান করার পাশাপাশি বল হাতে তিনি নিয়েছেন ৭৪ উইকেট। ইংল্যান্ডের হয়ে এই সংস্করণে অধিনায়কত্বও করেছেন তিনি। তার নেতৃত্বে গত বছর নিজেদের মাটিতে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল থ্রি লায়ন্সরা।

ওয়ানডেতে স্টোকস সবচেয়ে বেশি স্মরণীয় ২০১৯ বিশ্বকাপের ফাইনালে বীরত্বসূচক ইনিংসের জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে অপরাজিত ৮৪ রানের এক ইনিংস খেলেছিলেন তিনি। নাটকীয়তার ওই ম্যাচে স্টোকসের কল্যাণে সুপার ওভারে গিয়ে শিরোপা জিতে ইয়ন মরগ্যান বাহিনী। স্টোকস নির্বাচিত হন ম্যাচসেরা খেলোয়াড়।

অবসরের ঘোষণা দিয়ে স্টোকস বলেছেন, ‘আমি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারহামে ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলব। এ ফরম্যাট থেকে আমি অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার জন্য এ সিদ্ধান্ত নেয়া ছিল অনেক কঠিন। এ ফরম্যাটে সতীর্থদের সঙ্গে যতক্ষণ খেলেছি, প্রতিটি মুহূর্তকে উপভোগ করেছি।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ