ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এমন গুঞ্জনে ক্লাব ছাড়ার হুমকি দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এমনটাই জানিয়েছে ইউরোপের গণমাধ্যমগুলো।
ক্লাব কর্তাদের মেসি জানিয়ে দিয়েছেন রোনালদোকে দলে নিলে অন্য ক্লাব খুজে নিবেন মেসি।
মেসি অভিষেক মৌসুমে মাঠের খেলায় আলো ছড়ানে না পারলেও ক্লাবের ব্যবসা হয়েছে রমরমা। অন্যদিকে ম্যানচেস্টারের এবারের মৌসুম ভালো না কাটলেও ব্যাক্তিগত পারফরম্যান্সে নিজের আলোয় উজ্জ্বল ছিলেন রোনালদো।
এদিকে শুধু মেসির জার্সি বিক্রি করেই কাঁড়ি কাঁড়ি টাকা কামিয়েছে পিএসজি। ক্লাবের ব্র্যান্ড ভ্যালুও বেড়েছে বেশ। তবে রোনালদোকে দলে নিলেও ব্যাবসায়িক সাফল্য নিশ্চিত পিএসজির। ব্র্যান্ড ভ্যালুর দিক থেকেও পিছিয়ে নেই রোনালদো।
এর আগে গত বছরও পিএসজির সুযোগ ছিল রোনালদোকে নেওয়ার। মেসিকে আনায় তখন সে সুযোগ হাতছাড়া হয়।
চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের লক্ষ্যে ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো খরচ করে নেইমারকে বার্সেলোনা থেকে দলে ভেড়ালেও সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। তাই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বিক্রি করে পিএসজি আনতে চাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের রাজাকে।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ