ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নেইমারে চমক, মেসিকেও ছাড়তে চায় পিএসজি

প্রকাশনার সময়: ০২ জুলাই ২০২২, ১৭:৪৬

পিএসজিতে নেইমারের দিন ঘনিয়ে এসেছে, তাই ক্লাব ছাড়ার জন্য এখন নাকি মানসিকভাবে প্রস্তুত এই সুপারস্টার। তবে এর মধ্যেই পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ বেড়ে গেছে, ১ জুলাই তার বর্তমান চুক্তির একটি ধারা সক্রিয় করায় চুক্তির মেয়াদ বেড়ে ২০২৭ পর্যন্ত গিয়ে ঠেকেছে।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, পিএসজির সঙ্গে তার চুক্তির একটি ধারা সক্রিয় করার মাধ্যমে সেটার মেয়াদ বাড়িয়ে নিয়েছেন নেইমার। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৫ পর্যন্ত, তবে নতুন ধারা সক্রিয় করার কারণে এখন সেটি দুই বছর বেড়ে হয়েছে ২০২৭ পর্যন্ত।

এদিকে লিওনেল মেসিরও পায়ের তলায় মাটি সরে যাচ্ছে ফরাসি দলটিতে। ফলে আগামী মৌসুমে পিএসজি ছাড়া অন্য দলে দেখা যেতে পারে আর্জেন্টাইন অধিনায়ককেও।

শেষ কিছু দিনে নেইমারের পিএসজি ছাড়াটা ইউরোপীয় সংবাদ মাধ্যমে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার নিবেদনকে প্রশ্ন করা শুরু করেছে পিএসজি কর্তৃপক্ষ। চলতি দলবদলেই তাকে ছেড়ে দিতে মরিয়া ক্লাবটি। তার নতুন গন্তব্য কোথায় হতে পারে, এ নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই।

বন্ধু নেইমারের দুরবস্থায় থাকলেও এতদিন বলা হচ্ছিল, মেসি আছেন নিরাপদ অবস্থানেই। তবে এবার নতুন খবর আসছে, তার জায়গা নিয়েও প্রশ্ন ওঠা শুরু করেছে পিএসজি কর্তাব্যক্তিদের মধ্যে। যে কারণে নেইমারের মতো তাকেও বিদায় জানিয়ে দিতে পারে পিএসজি।

স্প্যানিশ সাংবাদিক পেদ্রো মোরাতা জানাচ্ছেন এই খবর। তার ভাষ্য, লুইস ক্যাম্পোস আর আন্তেরো এনরিককে ক্রীড়া ব্যবস্থাপনায় এনেছে পিএসজি। বিশাল বেতন নিয়েও তেমন কিছুই করতে না পারায় মেসিকেও ছেঁটে ফেলতে চাইছেন তারা।

গেল মৌসুমে মেসি পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে খেলেছেন। সেখানে তার সর্বমোট গোলসংখ্যা ১১টি। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৫ গোল। অথচ পিএসজি থেকে গেল মৌসুমে তিনি বেতন নিয়েছেন প্রায় ৩৮৪ কোটি টাকা।

তারকাখচিত দলের ধারণা থেকে সরে পিএসজি এখন চাইছে একটা ঐক্যবদ্ধ দল গঠন করতে। কথাটা পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি কয়েক দিন আগেই বলেছিলেন। পোর্তো থেকে মিডফিল্ডার ভিতিনিয়াকে দলে ভিড়িয়ে তার প্রাথমিক ইঙ্গিতটাও দিচ্ছে ক্লাবটি।

মোরাতা জানান, মেসি ও নেইমারকে দলছাড়া করতে পিএসজির বড় বাধা হবে তাদের চুক্তি। মেসির চুক্তি আছে আগামী বছরের জুলাই পর্যন্ত, আর নেইমারেরটা আরও বেশি, চুক্তিবলে ২০২৭ সাল পর্যন্ত দলটিতে থাকবেন তিনি। তাদের বিশাল বেতনের কারণে ইউরোপের বাজারে খুব বেশি দল নেই যারা তাদের দলে ভেড়াতে পারবে। সেটা একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলটির সামনে।

নয়া শতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ