ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার পিএসজি ছাড়তে চান নেইমার

প্রকাশনার সময়: ২৭ জুন ২০২২, ১৭:১১

নেইমারকে আর পিএসজি রাখতে চায় না ক্লাব কতৃপক্ষ। ভালো প্রস্তাব পেলে ব্রাজিলিয়ান সুপারস্টারকে বিক্রি করে দেবে প্যারিসের ক্লাবটি। তবে এখনই পিএসজি ছাড়ার পরিকল্পনা নেই নেইমারের। বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জনই শুনা যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলে। পিএসজি প্রধান নাসের আল-খেলাইফির এক সাম্প্রতিক সাক্ষাৎকারের পর বদলে গেছে সে চিত্র। ক্লাব চেয়ারম্যানের কথায় ক্ষুব্ধ হয়ে নেইমার এখন নিজেই ক্লাব ছাড়তে প্রস্তুত।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ক্লাবের সঙ্গে নেইমারের সম্পর্কে টানপোড়ন শুরু হয়েছে। অবশেষে নেইমার ক্লাব ছাড়ার ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন।

পিএসজি চেয়ারম্যান সম্প্রতি তার সাক্ষাৎকারে নেইমারের পারফরম্যান্স নিয়ে পরোক্ষভাবে সমালোচনা করেছেন। সেই সাক্ষাৎকারে নেইমার সম্পর্কিত প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘নেইমার গ্রীষ্মে চলে যেঁতে পারে কিনা? আমি এতটুকুই বলতে পারি যে, আমাদের চাওয়া হচ্ছে দলের সব খেলোয়াড় যাতে গত মৌসুমের চেয়ে আগামী মৌসুমে ভালো পারফর্ম করে।’

নেইমারের পিএসজির পরিসংখ্যান বলে পাঁচ বছরে কেবল ব্যর্থই হয়েছেন এই তারকা। চ্যাম্পিয়নস লিগ শিরোপা দুঃস্বপ্নের মতো হয়ে গিয়েছে। এই মৌসুমে পিএসজির হয়ে ২৮ ম্যাচ খেলে মাত্র ১৩ টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান।

পিএসজি চেয়ারম্যানের সঙ্গে অভিমান করে নেইমার চলে যাবে নাকি আবারও নতুন চুক্তি করতে যাচ্ছে এই তারকা ফুটবলার তাই দেখার বিষয়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ