ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আর্জেন্টিনার কোপা জয় নিয়ে আসছে ওয়েব সিরিজ

প্রকাশনার সময়: ০৮ জুন ২০২২, ১২:৩৯

এক-দুটি বছর নয়, দীর্ঘ ২৮ বছর ধরে অপেক্ষা। অপেক্ষায় ছিল, জাতীয় দলের হয়ে সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে শিরোপা দেখার। অবশেষে সব অপেক্ষার প্রহর শেষ। আর্জেন্টিনা ঘরে তুলেছে প্রথম কোনো বড় শিরোপা।

কোপা আমেরিকা জয়টা তাই আলবিসেলেস্তে ও তাদের সমর্থকদের জন্য অনেক বড় পাওয়া। তবে টুর্নামেন্ট জয়ের পেছনে রয়েছে অনেক গল্প। আর সেই অজানা গল্পগুলো জানার আগ্রহও নিশ্চয়ই অনেকের আছে।

এবার সমর্থকদের এই আগ্রহ মেটানোর উদ্যোগ নিয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামজন প্রাইম। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ইনফোবে জানিয়েছে, দেশটির জাতীয় ফুটবল দল নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ করা হবে।

আগামী ১০ জুলাই অ্যামজন প্রাইমে মুক্তি পাবে সিরিজটি। তাতে কোপা আমেরিকা জয়ের পেছনের গল্প থাকবে বলে জানা গেছে। এছাড়াও আসন্ন বিশ্বকাপের পেছনের গল্প নিয়েও পরে বানানো হবে আরেকটি সিজন।

ইতালির বিপক্ষে ফাইনালিসিমা, রোড টু কাতারের বিশেষ ছবি ও ভিডিও পাওয়া যাবে সিরিজটিতে। তবে আর্জেন্টিনার সমর্থকদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে থাকবে কোপা আমেরিকার ফাইনালের আগে দেওয়া মেসির ‘ঐতিহাসিক’ ভাষণ।

নয়া শতাব্দী/ এডি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ